নয়াদিল্লি: পাকিস্তানি সন্ত্রাসবাদীর সাত বছরের জেল অবৈধ আর্থিক লেনদেনের মামলায়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, মহম্মদ ফাহাদ হাই ওরফে মহম্মদ কয়া নামে ওই পাক সন্ত্রাসবাদীর এদিন ওই সাজা ঘোষণা করে কর্নাটকের এক আদালত।
আল বদর সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদস্য সে। তার আগের দেওয়া বিবৃতি উদ্ধৃত করে জানানো হয়েছে, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে মাস্টার্স ডিগ্রিধারী কয়ার বাড়ি পাকিস্তানের বন্দর শহর করাচিতে। তার মা শিক্ষক।
এই নিয়ে দেশে বেআইনি আর্থিক লেনদেন রোধ আইনে তৃতীয় কেউ দোষী সাব্যস্ত হল। কর ফাঁকি দেওয়া, কালো টাকার সৃষ্টি ও বেআইনি আর্থিক লেনদেনের মতো বড় মাপের অপরাধ মোকাবিলায় ২০০২ সালে এই আইন আনা হয়, যদিও তা কার্যকর হয় ২০০৫ থেকে।
গত জানুয়ারি মাসে প্রথম রাঁচির এক আদালতে এই আইনে দোষী সাব্যস্ত হন ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী হরি নারায়ণ রাই। ৭ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫ লক্ষ টাকা জরিমানাও হয় তাঁর। এরপর মার্চে জনৈক আলাউদ্দিনকে নিজের কাছে বেআইনি মাদক রাখা সংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত করে কলকাতার এক আদালত।
অবৈধ আর্থিক লেনদেন রোধ আইনে ৭ বছরের জেল পাকিস্তানি সন্ত্রাসবাদীর
Web Desk, ABP Ananda
Updated at:
25 Jul 2017 07:41 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -