নয়াদিল্লি: সীমান্তে ভারতীয় সেনা জওয়ানদের অঙ্গহানির কথা পাকিস্তান অস্বীকার করলেও, তাদের এই দাবির কোনও বিশ্বাসযোগ্যতা নেই। আজ এমনই দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেছেন, পাকিস্তানের সেনা জওয়ানরাই হামলা চালিয়েছিল। তারাই ভারতীয় জওয়ানদের অঙ্গহানি করেছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলেও জওয়ানদের অঙ্গহানি প্রসঙ্গে পাকিস্তানের দাবি খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘পাকিস্তানের সেনাই হামলা চালিয়েছিল। আমাদের হাতে সেই প্রমাণ আছে। যারাই এই হামলার পিছনে ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি পাকিস্তানের কাছে।’
বুধবার পাক হাই কমিশনার আবুদল বাসিতকে ডেকে পাঠিয়ে প্রতিবাদ জানায় ভারত। তবে তিনি অঙ্গহানির ঘটনায় পাক সেনার যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন। যদিও ভারতের প্রতিবাদের কথা পাক সরকারকে জানাবেন বলে জানিয়েছেন বাসিত।
জওয়ানদের অঙ্গহানি: পাক দাবি খারিজ জেটলির, যথেষ্ট প্রমাণ আছে, জানাল বিদেশ মন্ত্রক
Web Desk, ABP Ananda
Updated at:
03 May 2017 09:00 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -