নয়াদিল্লি: প্যালেস অন হুইলস, গোল্ডেন চ্যারিয়ট, মহারাজা এক্সপ্রেসের মতো বিলাসবহুল ট্রেনগুলির ভাড়া ৫০ শতাংশ কমাতে চলেছে। এই ট্রেনগুলি যাতে সাধারণ মানুষের আওতার মধ্যে আসে, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।

রেলমন্ত্রক সূত্রে খবর, রাজ্যগুলির পর্যটন বিভাগ ও আইআরসিটিসি বিলাসবহুল ট্রেনগুলির জন্য এতদিন মাল পরিবহণের জন্য যে খরচ বহন করে এসেছে, সেটা এবার কমানো হচ্ছে। কারণ, এই ট্রেনগুলিতে বিদেশি পর্যটকদের সংখ্যা অনেকটা কমে গিয়েছে। ভারতীয় রেল ও রাজস্থানের পর্যটন বিভাগ যৌথভাবে প্যালেস অন হুইলস ও রয়্যাল রাজস্থান ট্রেনদু’টি চালায়। এই দু’টি ট্রেন থেকে রাজস্ব আদায়ের পরিমাণ যথাক্রমে ২৪ শতাংশ ও ৬৩ শতাংশ কমে গিয়েছে।

কিছুদিন আগে কর্ণাটক সরকার বিলাসবহুল ট্রেন গোল্ডেন এক্সপ্রেসের রাজস্ব ভাগ করার প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে সম্মতি জানায় রেলবোর্ড। এরপর বিলাসবহুল ট্রেনগুলির ভাড়া কমানো নিয়ে এ মাসের এক তারিখ বৈঠকে বসেছিল রেলবোর্ড। সেই বৈঠকেই মাল পরিবহণের খরচ ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।