চেন্নাই: ডিএমকে-কে শনিবারের বিধানসভায় অশান্তির জন্য দায়ী করলেন তামিলনাড়ু বিধানসভার স্পিকার পি ধনপাল। মুখ্যমন্ত্রী এডাপাড্ডি পি পালানিস্বামীর সরকার আস্থাভোটে চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলে জানিয়েছেন তিনি। বিরোধীদের দাবি উড়িয়ে তিনি এও জানিয়ে দিয়েছেন, সভার নিয়ম মেনেই ঠিকঠাক আস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়েছে।


তিনি বলেন, আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, এই সরকার আস্থা প্রস্তাবের অনুকূলে ১২২টি ভোট পেয়ে চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।সভার নিয়মরীতি অক্ষরে অক্ষরে মেনেই ভোটাভুটি হয়েছে। তিনি এও বলেন, ডিএমকে এবং অন্য বিরোধীরা ভোটদানে অংশ নিলেও সরকার আস্থা ভোটে জয়ী হত।

ডিএমকে সদস্যরাই সভা থেকে বহিষ্কারের আগে ঝামেলা পাকিয়েছেন বলে অভিযোগ করে স্পিকার বলেন, তিনি অবাঞ্ছিত, তিক্ত ঘটনাটি ভুলে যেতে চাইলেও সভার বাইরে বিরোধী নেতা এম কে স্ট্যালিন ‘রাজ্যপাল কুম্ভীরাশ্রু ঝরাচ্ছেন’ বলে তাঁকে যে কটাক্ষ করেছেন, তাতে চরম অসন্তুষ্ট হয়েছেন। তিনি এমন মন্তব্যও  করেন যে, আজ বিধানসভায় যা হয়েছে, পুরোটাই ডিএমকে-র ‘পূর্বপরিকল্পিত নাটক’। তাঁর পদের প্রতি কোনও মর্যাদাই দেননি ওঁরা। ধনপাল বলেন, স্পিকারের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হল। আমি এর নিন্দা করছি।

এর আগে ডিএমকে বিধায়কদের হাতে ঘেরাও হয়ে ধনপাল অভিযোগ করেছিলেন, তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয়েছে।