নয়াদিল্লি: পাকিস্তানে নিযুক্ত প্যালেস্তিনীয় রাষ্ট্রদূত ওয়ালিদ আবু আলি ২০০৮ এর মুম্বই সন্ত্রাসের চক্রী, হাফিজ সঈদের সমাবেশে যোগ দেওয়ায় প্যালেস্তাইনের কাছে তীব্র অসন্তোষ জানাল ভারত। রাষ্ট্রপুঞ্জের তালিকাভুক্ত সন্ত্রাসবাদী জামাত-উদ-দাওয়া প্রধান সঈদের সঙ্গে তাদের প্রতিনিধি আবু ওয়ালিদ আলির মঞ্চ ভাগ করে নেওয়া কোনওমতেই গ্রহণযোগ্য নয় বলে বিদেশমন্ত্রক জানিয়ে দেয়।
বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়, নয়াদিল্লিতে প্যালেস্তিনীয় দূত ও রামাল্লায় বিদেশমন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রীকে ভারতের আপত্তি, উদ্বেগের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। প্যালেস্তাইনের তরফেও ওই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে ভারতকে জানিয়ে দেওয়া হয় যে, তারাও সঈদের অনুষ্ঠানে তাদের প্রতিনিধির যোগদানের বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখছে।
বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ওরা বিষয়টি যথাযথ ভাবে মোকাবিলা করবে বলে জানিয়েছে। এও বলেছে, প্যালেস্তাইন কর্তৃপক্ষ ভারতের সঙ্গে তাদের সম্পর্ককে বিরাট মূল্য দেয়, সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে তারা আমাদের পাশেই আছে এবং যারা ভারতের বিরুদ্ধে সন্ত্রাস চালায়, কখনই তাদের সঙ্গে হাত মেলাবে না।


প্যালেস্তাইন কর্তৃপক্ষের এই প্রতিশ্রুতিতে ভারত সরকার ভরসা রাখছে বলে বিদেশমন্ত্রক জানিয়েছে। ঘটনা হল, ভারতের গভীর অসন্তোষের বার্তা পেয়েই সঈদের অনুষ্ঠানে যাওয়া পাকিস্তানে নিযুক্ত দূতকে ফিরিয়ে নিয়েছে প্যালেস্তাইন। ভারতে নিযুক্ত তাদের প্রতিনিধি বলেন, ওকে ফল পেতে হবেই।
গত শুক্রবার রাওয়ালপিন্ডির লিয়াকত বাগে সঈদের নেতৃত্বাধীন ধর্মীয় ও কট্টর মৌলবাদী গোষ্ঠীগুলির জোট দিফাহ-ই-পাকিস্তানের সমাবেশে যোগ দেন প্যালেস্তাইন রাষ্ট্রদূত।

ভারত, প্যালেস্তাইনের বন্ধুত্বের মধ্যে আলির এহেন আচরণ মেনে নেওয়া চলে না, নয়াদিল্লি স্পষ্ট এ কথা জানিয়ে দেওয়ার পর এ দেশে নিযুক্ত প্যালেস্তিনীয় দূত আদনান আবু হাইজা জানান, প্যালেস্তিনীয় সরকার আলিকে জানিয়ে দিয়েছে, তিনি আর পাকিস্তানে তাঁদের রাষ্ট্রদূত নন। তাঁকে কয়েকদিনের মধ্যেই ইসলামাবাদ থেকে ফিরতে বলা হয়েছে।
যদিও হাফিজ সঈদ কে, আলি জানতেন না বলে দাবি করেন হাইজা। তিনি বলেন, আমাদের রাষ্ট্রদূত এই লোকটিকে চেনেন না। সে যখন বলা শুরু করে, তিনি জানতে চান, লোকটি কে। আমাদের রাষ্ট্রদূতের ভাষণ ছিল তার ভাষণের পর। তিনি ভাষণ দিয়েই চলে যান। কিন্তু আমাদের কাছে সেটাও গ্রহণযোগ্য নয়, তাই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাঁদের সরকারের পক্ষ থেকে প্যালেস্তিনীয় দূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যালেস্তাইন সফরের আমন্ত্রণ জানান। বলেন, শ্রী মোদী প্যালেস্তাইনের বিরাট অতিথি। ওনাকে সেখানে স্বাগত। আশা করি শীঘ্রই উনি প্যালেস্তাইন যাবেন। অপেক্ষায় রইলাম।