পালঘর: সোমবার পালঘর লোকসভা কেন্দ্র উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর নিয়মবিরুদ্ধভাবে বেসরকারি গাড়ি করে ইভিএম গণনাকেন্দ্রে পাঠানোর অভিযোগ উঠল এক পোলিং অফিসারের বিরুদ্ধে। ওই আধিকারিকের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পালঘরের জেলা কালেক্টর তথা রিটার্নিং অফিসার প্রশান্ত নার্নাওয়ারে। পুলিশ গোটা ঘটনার তদন্ত করে দেখছে।


নিয়মানুসারে, একমাত্র সরকারি গাড়ি করেই ভোটগ্রহণ কেন্দ্র থেকে ইভিএম গণনাকেন্দ্রে নিয়ে যাওয়ার কথা। অভিযোগ, গতকাল রাতে চিঞ্চানি পোলিং স্টেশনের ১৭ নম্বর বুথ থেকে সিলড ইভিএমগুলি সরকারি ছেড়ে বেসরকারি গাড়ি করে গণনাকেন্দ্রে পাঠান ২ আধিকারিক।


পথে, কয়েকজন গ্রামবাসী গাড়ি আটকান। সওয়ারীদের জিজ্ঞাসাবাদ করলে গোটা বিষয়টি খোলসা হয়। তখন পুলিশে খবর দেওয়া হয়। এরপর সওয়ারি ও ইভিএম-গুলি নিজেদের হেফাজতে নেয় পুলিশ। এর আগে, ভোটগ্রহণের সময় এই কেন্দ্রের একাধিক পোলিং স্টেশন থেকে ইভিএম ও ভিভিপ্যাট মেশিন বিকল হওয়ার অভিযোগ ওঠে।