সামনে এল পাম্পোরে জঙ্গি হামলার সময়ের ভিডিও ফুটেজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Jun 2016 12:07 PM (IST)
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের পাম্পোরে সিআরপিএফ কনভয়ের ওপর জঙ্গি হামলার একটি ভিডিও ফুটেজ সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, জঙ্গিরা কেমন নির্বিচারে বাহিনীর বাস লক্ষ্য করে গুলিবর্ষণ করছে। ভিডিওটি তুলেছেন এক স্থানীয় বাসিন্দা। গত শনিবার, ফায়ারিং এক্সারসাইজ (গুলি চালনার অনুশীলন) সেরে বাসে করে ফিরছিলেন সিআরপিএফ-এর ১৬১ ব্যাটালিয়নের জওয়ানরা। পুলওয়ামা জেলার পাম্পোরে শ্রীনগর-জম্মু হাইওয়ে সংলগ্ন ফ্রিস্টবল অঞ্চলে আচমকা তাদের বাসে হামলা চালায় দুই সশস্ত্র লস্কর-ই-তৈবা আত্মঘাতী জঙ্গি। এই হামলায় ৮ জন জওয়ান শহিদ হন। আহত হন আরও ২২ জন জওয়ান। বাহিনীর পাল্টা গুলিতে খতম হয় ২ জঙ্গিও। দেখুন সেই ভিডিও: