গত শনিবার, ফায়ারিং এক্সারসাইজ (গুলি চালনার অনুশীলন) সেরে বাসে করে ফিরছিলেন সিআরপিএফ-এর ১৬১ ব্যাটালিয়নের জওয়ানরা। পুলওয়ামা জেলার পাম্পোরে শ্রীনগর-জম্মু হাইওয়ে সংলগ্ন ফ্রিস্টবল অঞ্চলে আচমকা তাদের বাসে হামলা চালায় দুই সশস্ত্র লস্কর-ই-তৈবা আত্মঘাতী জঙ্গি। এই হামলায় ৮ জন জওয়ান শহিদ হন। আহত হন আরও ২২ জন জওয়ান। বাহিনীর পাল্টা গুলিতে খতম হয় ২ জঙ্গিও।
দেখুন সেই ভিডিও: