শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের পাম্পোরে গত ২৪ ঘন্টারও বেশি সময় ধরে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় চলছে। একটি সরকারি ভবনে লুকিয়ে থেকে গুলি চালাচ্ছে জঙ্গিরা। এই ঘটনায় গতকাল দুই জওয়ান জখম হয়েছিলেন। জঙ্গিদের খতম করতে আজ সরকারি ইডিআই ভবনে কম্যান্ডো অভিযান চালানো হতে পারে বা পুরো ভবনটিই উড়িয়ে দেওয়া হতে পারে। গতকাল রাত ১২ টা ও ২ টোয় গুলি চালানোর জোরাল আওয়াজ শোনা গিয়েছে।
শ্রীনগর থেকে ১৫ কিলোমিটার দূরে ইডিআই অর্থাত্ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের হোস্টেল ভবন থেকে ধোঁয়া বেরোচ্ছে। ভবনের একটা অংশ আগুনে পুড়ে গিয়েছে। আর এরই মধ্যে থেকে থেকে গুলি চালাচ্ছে জঙ্গিরা। বাইরে থেকে নিরাপত্তা কর্মীরা পাল্টা জবাব দিচ্ছে।
গতকাল ভোর সাড়ে ছয়টা থেকেই ভবনটি জঙ্গিদের কব্জায় চলে যায়। ওই ভবনের  আটতলায় ২-৩ জন জঙ্গি গা-ঢাকা দিয়ে রয়েছে বলে সন্দেহ।
জানা গেছে, গতকাল ভোরে পাম্পোরের ‘জম্মু-কাশ্মীর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’-এর হস্টেলের উপরের তলা থেকে ধোঁয়া বেরোতে দেখেন এক কর্মী। তিনি ওই ইনস্টিটিউটের মূল ভবন ও হস্টেলের মাঝের একটি বাড়িতে থাকেন। তখনই পাম্পোর থানার ওসিকে ফোন করে দমকলে খবর দিতে বলেন ওই কর্মী। কিন্তু হস্টেলের উপরের তলায় পৌঁছে তিনি দেখতে পান, দরজা সোফা, আলমারি দিয়ে আটকে রাখা হয়েছে। ওই কর্মীর কথায়, ‘‘তখনই বুঝতে পারি কেউ ইচ্ছে করে আগুন লাগিয়েছে। নীচে নামতে নামতেই জঙ্গিরা আমাকে লক্ষ করে কয়েকটি গুলি ছোড়ে।’’
নীচে এসেই ফের পুলিশকে ফোন করেন ওই কর্মী। জানান, জঙ্গিরা প্রশিক্ষণ কেন্দ্রে ঢুকে পড়েছে। তার পরে খবর দেন প্রতিষ্ঠানের অধিকর্তা এম আই প্যারেকে। সকাল সাড়ে ছ’টা নাগাদ প্যারেও এসে পৌঁছে যান প্রতিষ্ঠানের ক্যাম্পাসে। তার পরে আসে সেনা, আধাসেনা ও পুলিশের বিশাল বাহিনী। প্যারে ও উপস্থিত বাকিদের ক্যাম্পাস ছেড়ে চলে যেতে বলেন সেনা অফিসাররা। শুরু হয় জঙ্গি দমন অভিযান।
এই সরকারি ভবনের দেওয়াল খুবই মজবুত। গ্রেনেড ও রকেট লঞ্চারও দেওয়ালের কোনও ক্ষতি করতে পারেনি। আর এরই ফায়দা তুলছে জঙ্গিরা।
এই অবস্থায় কম্যান্ডো অভিযান হতে পারে বা আইইডি দিয়ে ভবনটি ধ্বংস করা  হতে পারে। যদিও এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
পাম্পোরের এই সরকারি ভবনের রাস্তায় ২৪ ঘন্টা নিরাপত্তারক্ষী মোতায়েন থাকে। তাই গোয়েন্দাদের ধারণা, নৌকোয় ঝিলম নদী বেয়ে ওই প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছয় জঙ্গিরা
ইডিআই-এর হস্টেল ভবনে ৬০ টি কামরা রয়েছে। সৌভাগ্যবশত জঙ্গি হামলার সময় হস্টেলে কোনও পড়ুয়া ছিলেন না।
ফেব্রুয়ারি মাসে ওই প্রশিক্ষণ কেন্দ্রেই জঙ্গিদের সঙ্গে ৪৮ ঘণ্টা গুলির লড়াই হয়েছিল সেনা, সিআরপিএফ ও পুলিশের যৌথ বাহিনীর।শেষপর্যন্ত অবশ্য তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছিল।