নয়াদিল্লি: প্যানের সঙ্গে আধার সংযুক্তির সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়াল সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)। কর বিভাগের এই নীতি নির্ধারক সংস্থা সংযুক্তির সময়সীমা ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৩০ জুন করার ব্যাপারে একটি নির্দেশিকা জারি করেছে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই সুপ্রিম কোর্ট বিভিন্ন পরিষেবার সঙ্গে আধার সংযুক্তির সময়সীমা ৩১ মার্চ থেকে বাড়ানোর নির্দেশ দিয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে সিবিডিটি এই নির্দেশিকা জারি করেছে বলে মনে করা হচ্ছে। আধার মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংযুক্তির সময়সীমা বাড়াতে বলেছিল সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। এই বেঞ্চে এই বায়োমেট্রিক পরিচয়পত্র প্রকল্পের বৈধতা এবং আইনকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা একাধিক মামলার শুনানি চলছে।
আধারের সঙ্গে প্যান সংযুক্তির সময়সীমা এই নিয়ে চারবার বাড়ানো হল।
সরকার আয়কর রিটার্ন জমা দেওয়া এবং নতুন প্যান পাওয়ার জন্যও আধারের উল্লেখ বাধ্যতামূলক করেছে।