নয়াদিল্লি: আয়কর দপ্তর প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর যুক্ত করা নিয়ে যে নির্দেশ দিয়েছিল, সেটা মনে আছে তো? আগেই তারা জানিয়েছিল, ২০২০-র ৩১ মার্চের মধ্যে প্যান, আধার সংযুক্তিকরণ করতে হবে, নয়তো প্যান কার্ডকে ‘ইনঅপারেটিভ’ অর্থাত্ অচল, অকেজো বলে ঘোষণা করা হবে। এখানেই শেষ নয়, এবার আয়করের তরফে জানিয়ে দেওয়া হল, আধার, প্য়ান সংযুক্তিকরণ যাঁরা নির্ধারিত সময়সীমা অর্থাত ৩১ মার্চের মধ্যে করবেন না, তাঁদের ১০ হাজার টাকা জরিমানা করা হতে পারে। সচল প্যান না দেখানার মাশুল গুনতে হতে পারে এই প্যান কার্ডের মালিকদের।
এ ব্যাপারে একটি অর্থ সংস্থার সিইও আদিল শেট্টি বলেছেন, কোনও প্যান কার্ড অচল হয়ে পড়লে ধরেই নেওয়া হবে যে, আইনমাফিক যেমনটা দরকার, সেইমতো প্যান দেখানো হয়নি। সেক্ষেত্রে আয়কর আইনের ২৭২বি ধারায় ১০ হাজার টাকার জরিমানা ধার্য্য হতে পারে।
যদিও কর সংক্রান্ত বিষয়ের বাইরে যেমন নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে বা ড্রাইভিং লাইসেন্স পেতে পরিচয়পত্র হিসাবে সেই প্যান কার্ড দিলে জরিমানা হওয়ার কথা নয়। কিন্তু জটিলতা দেখা দিতে পারে যদি অচল প্যান কার্ড দেখিয়ে খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও লেনদেন হয়, যা আয়করের আওতায় পড়ে। আর আমরা তো জানি যে, ৫০ হাজার টাকার বেশি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে বা তা থেকে তুলতে গেলে প্যান বাধ্যতামূলক।
আবার আরেকটি আর্থিক উপদেষ্টা সংস্থার শীর্ষকর্তা মৃধু মালহোত্রার মত, আয়কর আইনের ২৭২বি ধারায় জরিমানার সংস্থান ও সাম্প্রতিক বিজ্ঞপ্তি থেকে ধরে নেওয়াই যায় যে, কারও প্যান কার্ড অচল হয়ে পড়া মানে তিনি প্যানের উল্লেখ করেননি, যা আয়কর আইনের ১৩৯ এ ধারায় বাধ্যতামূলক। এর বাইরেও বিশেষ কিছু লেনদেনের ক্ষেত্রেও অচল প্যান কার্ডের জন্য পেনাল্টি চাপতে পারে।
তবে একবার প্যান, আধার যোগ হলেই প্যান কার্ড সচল হয়ে যাবে এবং সংযুক্তিকরণের দিনের পর থেকে জরিমানাও প্রযোজ্য হবে না। অচল প্যানকার্ডধারীরা মনে রাখবেন, লিঙ্কিং বা সংযুক্তিকরণ হয়ে গেলে আগের কার্ডেই কাজ হবে, নতুন করে কার্ডের জন্য় আবেদন করতে হবে না।