যাঁরা পরিবেশ রক্ষা করতে চান তাঁদের গাড়ি চড়া বন্ধ করা উচিত, কটাক্ষ পর্রীকরের
ABP Ananda, web desk | 04 Dec 2016 08:52 AM (IST)
পানাজি: পরিবেশ রক্ষার যুক্তি দেখিয়ে যাঁরা পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পের বিরোধিতা করছেন, তাঁদের কটাক্ষ করলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। তিনি বলেছেন, যাঁরা পরিবেশ রক্ষা করতে চাইছেন, তাঁদের গাড়ি চড়া বন্ধ করে সাইকেলে যাতায়াত করা উচিত। পর্রীকর বলেছেন, প্রকৃতির ধ্বংস চান না? তাহলে গাড়ি কিনবেন না। এটাই সহজ সমাধান। গাড়ি কিনবেন না, তাহলে প্রকৃতি নিজে থেকেই রক্ষা পেয়ে যাবে। সাইকেল ব্যবহার করুন। গোয়ায় বিচোলিম আসনের নির্বাচনের প্রচারে এসে একটি জনসভায় পর্রীকর এ প্রসঙ্গে সুইডেনের প্রসঙ্গ উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সুইডেনে প্রধানমন্ত্রীও সাইকেল চড়েন। এর পাশাপাশি নোট বাতিলের পরিপ্রেক্ষিতে গোয়াতে ক্যাশলেস লেনদেনের উপযোগী করে তোলার কথাও প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সুইডেনেও ক্যাশলেস সোসাইটি রয়েছে। ক্যাসলেস সোসাইটি হয়ে ওঠার ক্ষেত্রে গোয়াও উপযুক্ত জায়গা।