নয়াদিল্লি:  ভারতে রাজনীতিবিদরা ভোটের আগে নানা ধরনের সাধ্যের বাইরে গিয়ে প্রতিশ্রুতি দিয়ে থাকেন। অধিকাংশ সময়ই ভোট পরবর্তী পর্যায়ে দেখা যায় সেসমস্ত প্রতিশ্রুতি পূরণ হয় না। সম্প্রতি মহারাষ্ট্রের এক পঞ্চায়েত প্র্রার্থী অবশ্য সেই সমস্ত ছক বাঁধা প্রতিশ্রুতিকে ছাপিয়ে গিয়ে চমকে দিলেন তাঁর ভোটারদের।


 

ভিত্তল গনপত গাভাতে, যিনি শিরুরের রামালিঙ্গা গ্রাম পঞ্চায়েতে সরপঞ্চ পদের জন্যে লড়ছিলেন। তিনি গ্রামের মানুষের কাছে প্রতিশ্রুতি দেন, ২৫ মে প্রচারে বিরাট কোহলিকে তাঁদের কাছে এনে দেবেন। কথা বলার সঙ্গে সঙ্গে তা হটকেকের মতো মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।

বিলবোর্ড, ব্যানারে গাভাতে-কোহলির ছবি একসঙ্গে নিয়ে ছাপানো হয় এবং গ্রামবাসীদের মাঝে বিলিও করা হয়।

২৫ মে আসতেই, সারা গ্রাম ওই জনসভায় কোহলিকে চোখের দেখা দেখার জন্যে হাজির হয়। কিন্তু সেদিনের জনসভায় এসে তাঁদের চক্ষু চড়ক গাছ। পঞ্চায়েত প্রার্থী গাভাতে সকলকে চমকে দিয়ে জনসভায় কোহলির বদলে হাজির করেন তাঁর সঙ্গে সাদৃশ্য রয়েছে এক নকল কোহলিকে।

সেই মুহূর্তের ছবি তুলে নিয়ে এক ব্যক্তি টুইটারে পোস্ট করে দেন। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের ঝড়।




তবে এই সমস্ত কিছুর মধ্যে জানা গিয়েছে, আসল কোহলি জানতেনই না তাঁর নাম ব্যবহার করে ভোটার টানছেন এক পঞ্চায়েত প্রার্থী। পরে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে পুরো বিষয়টি কোহলির নজরে আসে।