কানপুর: ‘স্বচ্ছ ভারত অভিযান’ নিয়ে যখন সারা দেশে জোরদার প্রচার চলছে, সব বাড়িতে শৌচাগার বানানোর কথা বলছে সরকার, ঠিক তখনই পঞ্চায়েতে আবেদন জানিয়েও শৌচাগার তৈরির টাকা পেলেন না এক যুবক। এক মহাজনের কাছ থেকে নিয়ে শৌচাগার তৈরি করার পর সেই টাকা শোধ দিতে না পেরে এখন মজুরের কাজ করতে বাধ্য হচ্ছেন ওই যুবক।   ঘটনাটি উত্তরপ্রদেশের কানপুরের কাছে একটি গ্রামের। নিখিল নামে ওই যুবক পঞ্জাবের রাজপুরায় একটি ধানকলে কাজ করেন। সেখানকার এক মহাজনের কাছ থেকেই তিনি শৌচাগার তৈরির জন্য ১৫ হাজার টাকা ধার নেন। কিন্তু সেই টাকা শোধ দিতে না পারায় মহাজন তাঁকে ধাবায় কাজ করতে বাধ্য করেছেন। নিখিল বাড়ি আসতে চাইলেও তাঁকে আসতে দেওয়া হচ্ছে না।   ওই অঞ্চলের মুখ্য উন্নয়ন আধিকারিক অরুণ কুমার বলেছেন, পঞ্চায়েতের সুপারিশে দরিদ্র পরিবারগুলিকে শৌচাগার তৈরির জন্য ১২ হাজার টাকা করে দেয় রাজ্য সরকার। নিখিলকে কেন সাহায্য করা হয়নি তা খতিয়ে দেখা হচ্ছে। যদি দেখা যায় এই পরিবারটি অনুদান পাওয়ার যোগ্য, তাহলে তাদের শৌচাগার বানানোর জন্য অর্থ দেওয়া হবে।