কমিটি সংসদে মঙ্গলবার পঠানকোট হামলার যে তদন্ত রিপোর্ট পেশ করেছে, তাতে এই প্রশ্নই তোলা হয়েছে। এনআইএ ২ জানুয়ারির ওই হামলার তদন্ত দেখভাল করছে বলে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছিল, সে কথা উল্লেখ করেছে কমিটি। সেইসঙ্গে তারা বলেছে, পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা জয়েশ জঙ্গিরা ওই হামলায় জড়িত বলে দেখা গেল। কিন্তু কমিটি জানতে চায়, তারপরও কী জন্য ভারত সরকার হামলার তদন্তে পাকিস্তানের সাহায্য চাইল, পাকিস্তান থেকে ভারতে যৌথ তদন্ত দলকে আসার আমন্ত্রণ জানাল!
প্রসঙ্গত, পাক যৌথ তদন্ত দল পঠানকোট হামলার তদন্তে তথ্যপ্রমাণ সংগ্রহে মার্চে ৫ দিনের ভারত সফরে এসেছিল।
পাল্টা তদন্তের স্বার্থে এনআইএ-ও পাকিস্তান সফরে যাবে, সওয়াল করেছে ভারত। কিন্তু সে ব্যাপারে ইতিবাচক জবাব মেলেনি পাকিস্তানের তরফে।