নয়াদিল্লি: কেন পঠানকোট হামলার তদন্তে পাকিস্তানের সহায়তা চাওয়া হয়েছে, সরকারের কাছে জানতে চাইল সংসদীয় প্যানেল। স্বরাষ্ট্র মন্ত্রকের বিষয় সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির প্রশ্ন, পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা জয়েশ-ই-মহম্মদ গোষ্ঠীর পঠানকোটে ভারতীয় বায়ুসেনার বিমানঘাঁটিতে হামলায় জড়িত থাকার প্রমাণ মেলার পরও কেন সেই পাকিস্তানের সাহায্য চাইল মোদী সরকার।
কমিটি সংসদে মঙ্গলবার পঠানকোট হামলার যে তদন্ত রিপোর্ট পেশ করেছে, তাতে এই প্রশ্নই তোলা হয়েছে। এনআইএ ২ জানুয়ারির ওই হামলার তদন্ত দেখভাল করছে বলে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছিল, সে কথা উল্লেখ করেছে কমিটি। সেইসঙ্গে তারা বলেছে, পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা জয়েশ জঙ্গিরা ওই হামলায় জড়িত বলে দেখা গেল। কিন্তু কমিটি জানতে চায়, তারপরও কী জন্য ভারত সরকার হামলার তদন্তে পাকিস্তানের সাহায্য চাইল, পাকিস্তান থেকে ভারতে যৌথ তদন্ত দলকে আসার আমন্ত্রণ জানাল!
প্রসঙ্গত, পাক যৌথ তদন্ত দল পঠানকোট হামলার তদন্তে তথ্যপ্রমাণ সংগ্রহে মার্চে ৫ দিনের ভারত সফরে এসেছিল।
পাল্টা তদন্তের স্বার্থে এনআইএ-ও পাকিস্তান সফরে যাবে, সওয়াল করেছে ভারত। কিন্তু সে ব্যাপারে ইতিবাচক জবাব মেলেনি পাকিস্তানের তরফে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
পঠানকোট হামলার তদন্তে কেন পাকিস্তানের সাহায্য চাইল কেন্দ্র, প্রশ্ন কমিটির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 May 2016 03:53 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -