নয়াদিল্লি: আইআইটি-তে এবার ছাত্রীদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করার সুপারিশ করা হল। ছাত্রদের তুলনায় ছাত্রীসংখ্যা অনেকটাই কম হওয়ার পরিপ্রেক্ষিতেই এই সুপারিশ করা হয়েছে। ছাত্রীসংখ্যা বাড়ানোর জন্য ২০ শতাংশ অতিরিক্ত আসনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। জয়েন্ট অ্যাডমিশন বোর্ডের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। সেখানেই সংরক্ষণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আইআইটি-তে ছাত্রীদের সংখ্যা বাড়ানোর উপায় খুঁজে বার করার জন্য অধ্যাপক টিমোথি গঞ্জালভেজকে চেয়ারম্যান করে তাঁর অধীনে একটি সাব-কমিটি গঠন করে জয়েন্ট অ্যাডমিশন বোর্ড। সেই কমিটিই ছাত্রীদের জন্য সংরক্ষণ চালু করার সুপারিশ করেছে। ছাত্রদের আসন সংখ্যা না কমিয়েই ছাত্রীসংখ্যা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
জয়েন্ট অ্যাডমিশন বোর্ড এই সুপারিশ অনুমোদন করলে ২০১৮ থেকেই ছাত্রীদের জন্য সংরক্ষণ চালু হয়ে যাবে আইআইটি-তে। ২০২০ সালের মধ্যে আইআইটি-তে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা এক লক্ষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ছাত্রীদের জন্য সংরক্ষণ চালু হলে সেই লক্ষ্য পূরণ করা যাবে বলেই মনে করছে জয়েন্ট অ্যাডমিশন বোর্ড।
আইআইটি-তে ছাত্রীদের জন্য সংরক্ষণের সুপারিশ
Web Desk, ABP Ananda
Updated at:
16 Jan 2017 09:48 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -