নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন বিতর্কে জড়িয়ে পড়া আমআদমি পার্টি (আপ) সাংসদ ভাগবন্ত মান। সংসদ ভবন কমপ্লেক্সের ভিডিও-ছবি তুলে অনলাইনে পোস্ট করে নিন্দা, সমালোচনা, প্রশ্নের মুখে পড়েছেন তিনি। এতে সংসদ ভবনের নিরাপত্তা ক্ষুন্ন করা হয়েছে কিনা, খতিয়ে দেখার জন্য লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন কমিটিও তৈরি করেছেন। সেই কমিটিতে মোদীকেও ডাকার দাবি জানিয়েছেন মান। স্পিকারকে লেখা চিঠিতে তিনি বলেছেন, গত ২ জানুয়ারি পঠানকোটে বায়ুসেনার বিমানঘাঁটিতে সন্ত্রাসবাদী হামলার তদন্তে ‘আইএসআইকে এ দেশে আসার আমন্ত্রণ’ জানানোয় তাঁর চেয়ে ‘১০০ গুণ বেশি অপরাধী’ প্রধানমন্ত্রী। তাই তাঁকেও তলব করুক কমিটি।

মানের অভিযোগ, ২০০১ সালে আইএসআই সংসদ ভবন চত্বরে হামলা করেছিল। ২০১৬ সালে তারা পঠানকোট বিমানঘাঁটিতেও হামলা চালায়। প্রধানমন্ত্রী কিন্তু ওদেরই ডেকে নিয়ে এসে বিমানঘাঁটির আশপাশে যাওয়ার অনুমতি দেন। আইএসআই বিমানঘাঁটির মানচিত্র বানিয়ে চলে গেল! এতে দেশের নিরাপত্তা বিপন্ন হয়নি? তাহলে কোনটা দেশের নিরাপত্তার সামনে বেশি বিপজ্জনক—আমার তোলা ভিডিও না প্রধানমন্ত্রীর আইএসআইকে আমন্ত্রণ করে নিয়ে এসে বিমানঘাঁটি চত্বরে নিয়ে যাওয়া? আমার পাশাপাশি প্রধানমন্ত্রীকেও তলব করুক কমিটি। আমি দোষী হলে আমার চেয়ে শতগুণ বেশি দায়ী প্রধানমন্ত্রী।

ঘটনাচক্রে স্পিকার গঠিত প্যানেল সাঙ্গরুরের সাংসদ মানের আচরণ নিয়ে বিশেষজ্ঞদের মতামত চাওয়ার পাশাপাশি গতকালই তাঁকে জবাব দেওয়ার জন্য ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছে। কিন্তু তার আগেই রীতিমতো বিস্ফোরণ ঘটালেন তিনি।