চেন্নাই: ই পালানিস্বামী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেও এআইএডিএমকে-র মালিকানা নিয়ে দড়ি টানাটানি এখনও চলছে পুরোদমে। এর আগে শশীকলা শিবির পনীরসেলভমকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছিল। জবাবে এবার সাধারণ সম্পাদক শশীকলা নটরাজন ও তাঁর ভাইপো সহ সাধারণ সম্পাদক টি টি ভি দীনকরণকে বহিষ্কার করল পনীরসেলভম শিবির।
শশীকলা ও দীনকরণকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছেন দলের সভাপতিমণ্ডলীর প্রাক্তন চেয়ারম্যান ই মধুসূদনন। পনীর শিবিরে যোগ দেওয়া পর শশীকলা দল থেকে বহিষ্কার করেন তাঁকে।
এক বিবৃতিতে মধুসূদনন বলেছেন, শশীকলাকে বহিষ্কার করা হল, কারণ তিনি দলের পক্ষে বদনামের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শশীকলা ও দীনকরণ ছাড়াও বহিষ্কার করা হয়েছে এস ভেঙ্কটেশ নামে আর এক শশী ঘনিষ্ঠকে। জয়ললিতার মৃত্যুর পর এডিএমকে-তে রীতিমত সক্রিয় হয়ে ওঠেন তিনি।
তবে বহিষ্কার-পাল্টা বহিষ্কারের মধ্যেই ওস্তাদের চাল খেলে দিয়েছেন শশীকলা। জেলে যাওয়ার আগে তাঁর নির্বাচিত ই পালানিস্বামীই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। এবার তাঁর বকলমে শশীকলাই জেল থেকে রাজপাট চালাবেন বলে মনে করা হচ্ছে। তবে আগের মুখ্যমন্ত্রী পনীরসেলভম দাবি করেছেন, পালানিস্বামী সরকার রাজ্যবাসীর বদলে শশীকলা ও তাঁর পরিবারের অনুগত থাকবে, তাই তাদের ক্ষমতাচ্যুত করে ছাড়বেন তিনি।
রাজ্যের ২৩৪টি বিধানসভাতেই ঘুরে ঘুরে প্রচার চালাবেন পনীর ও তাঁর সমর্থকরা। শশীকলাকে দল থেকে সরিয়ে দেওয়ার জন্য জনমত তৈরি করবেন। একইভাবে জয়ললিতার বাসভবন ভেদা নিলয়ম থেকেও শশীকলা ও তাঁর পরিবারকে সরাতে জনমত তৈরি হবে।
এবার শশীকলাকে দল থেকে বহিষ্কার করল পনীরসেলভম শিবির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Feb 2017 02:54 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -