জম্মুতে শুরু হয়েছে আরএসএসের ৩ দিনের সমাবেশ। পানুন কাশ্মীর সঙ্ঘকে বলেছে, এই গুরুত্বূপূর্ণ সময়ে এত গুরুত্বপূর্ণ সমাবেশ জম্মুতে করছে তারা। স্থানীয় মানুষের দাবি মেনে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করতে আরএসএস পদক্ষেপ করুক। তারা বলেছে, এই ধারা জম্মু কাশ্মীরে ভারতীয় নাগরিকদের অধিকার পদে পদে খর্ব করছে। এর ফলে জম্মু কাশ্মীরের মধ্যে বোনা হচ্ছে বিচ্ছিন্নতার বীজ। জাতীয়তা থেকে মানসিকভাবে দূরে সরিয়ে দিয়ে জন্ম দিচ্ছে আঞ্চলিক জাতীয়তাবাদের মত অর্থহীন ধ্যানধারণার। তাই এই ধারা বাতিল করতে সরকারের ওপর চাপসৃষ্টি করুক আরএসএস, যাতে কাশ্মীরকে দেশের মূল স্রোতে মিশিয়ে নেওয়া যায়।
পণ্ডিতদের এই সংগঠন মন্তব্য করেছে, ২৮ বছর ধরে নিজেদের দেশে শরণার্থী হয়ে রয়েছেন কাশ্মীরী পণ্ডিতরা। স্বাধীনতা উত্তর ভারতে তাঁদের যন্ত্রণা আর কষ্টের সঙ্গে তুলনীয় কিছু নেই। যদি আরএসএসের এই বৈঠকে পণ্ডিতদের ফের উপত্যকায় বসতি তৈরি করতে দেওয়ার দাবি করা হয়, তার থেকে ভাল আর কিছু হতে পারে না বলে মন্তব্য করেছে তারা।