মুম্বই: প্রীতি রাঠি অ্যাসিড হামলা মামলায় দোষী সাব্যস্ত অঙ্কুর লাল পানোয়ারকে মৃত্যুদণ্ড দিল বিশেষ মহিলা আদালত। গত মঙ্গলবার, তাকে এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল। ২০১৩ সালের ওই ঘটনায় হামলার ফলে গুরুতর আহত হয়ে অচিরে মাল্টিপল অর্গ্যান ফেলিওরে মৃত্যু হয়েছিল বছর ছাব্বিশের প্রীতির।
গতকাল এই মামলাটিকে বিরলের মধ্যে বিরলতম উল্লেখ করে পানোয়ারের জন্য সর্বোচ্চ সাজার সওয়াল করতে গিয়ে সরকারি আইনজীবী উজ্জ্বল নিকম বলেছিলেন, এধরনের ঘৃন্য অপরাধের জন্য ফাঁসির সাজাই হওয়া উচিত।
অন্যদিকে, পানোয়ারের আইনজীবী বলেন, তাঁর মক্কেলের কম বয়স। তাছাড়া সে পরিবারের একমাত্র উপার্জনকারী। ফলে, সেই বিষয়টিও মাথায় রাখা হোক।
কিন্তু, নিকম বলেন, ওকে যদি কম সাজা দিয়ে ছেড়ে দেওয়া হয়, তাহলে অন্য মহিলারাও নিরাপদ থাকবেন না।
উভয়পক্ষের যুক্তি শুনে এদিন পানোয়ারকে ফাঁসির সাজা দেন বিশেষ বিচারক এ এস শিণ্ডে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন) এবং ৩২৬বি (অ্যাসিড হামলা) ধারা আনা হয়েছিল।
২০১৩ সালের মে মাসে প্রীতির ওপর অ্যাসিড হামলা চালায় হোটেল ম্যানেজমেন্ট স্নাতক পানোয়ার। যার জেরে মাল্টিপল অর্গান ফেলিওরে মারা যান দিল্লির বাসিন্দা প্রীতি।
পুলিশ জানায়, প্রতিরক্ষামন্ত্রকের অধীনে অশ্বিনী হাসপাতালে নার্সিংয়ের চাকরি পেয়েছিলেন প্রীতি। তাতে অখুশি ছিল পানোয়ার।
প্রীতির কেরিয়ারের অগ্রগতি মেনে নিতে না পেরে তাঁর ওপর অ্যাসিড হামলা চালায় পানোয়ার।
মামলায় উঠে আসে, ২০১৩ সালের ২ এপ্রিল প্রীতি যেই বান্দ্রা স্টেশনে গরিব রথ ট্রেন থেকে নামেন, তৎক্ষণাৎ পানোয়ার তাঁর ওপর অ্যাসিড ছুঁড়ে মারে।
প্রীতি রাঠি অ্যাসিড হামলায় দোষী পানোয়ারের ফাঁসি
Web Desk, ABP Ananda
Updated at:
08 Sep 2016 01:08 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -