নয়াদিল্লি: পদ্মাবতী-বিতর্কে পরিচালক সঞ্জয় লীলা বনশালীকে তলব করল সংসদীয় প্যানেল। জানা গিয়েছে, সংসদের তথ্যপ্রযুক্তি সংক্রান্ত কমিটির সামনে বনশালীকে হাজির হতে বলা হয়েছে। এমনটাই জানিয়েছেন কমিটির চেয়ারম্যান অনুরাগ ঠাকুর। একইভাবে, ডাকা হয়েছে সেন্সর বোর্ডের প্রধান প্রসূণ জোশী এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের শীর্ষ আধিকারিকদেরও। উদ্দেশ্য, আলোচনার মাধ্যমে ছবিকে ঘিরে উদ্ভূত বিতর্কের সুষ্ঠু সমাধান করা। অনুরাগ জানান, বিতর্ক নিয়ে তাঁর মতামত কী, তা জানতে চাওয়া হবে বনশালীর থেকে। জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার ওই বৈঠক হওয়ার কথা। তবে, কেন্দ্রীয় আধিকারিকদের মতে, বনশালী হাজির হওয়াটা ‘এড়িয়ে যেতে’ চাইছেন। কারণ, তিনি এখনও পর্যন্ত বৈঠকে উপস্থিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেননি।
পদ্মাবতী বিতর্কে বনশালী, প্রসূণ জোশীকে তলব সংসদীয় কমিটির
Web Desk, ABP Ananda | 28 Nov 2017 07:48 PM (IST)