সিবিআই ফের বোফর্স মামলার তদন্ত শুরু করুক, চাইছে সংসদের কমিটি
Web Desk, ABP Ananda | 13 Jul 2017 11:11 PM (IST)
নয়াদিল্লি: ২০০৫ সালে বোফর্স মামলা নিয়ে দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হোক সিবিআই। এমনই চাইছে সংসদের একটি কমিটি। সেই কমিটির দুই সদস্য এই কথা জানিয়েছেন। পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রতিরক্ষা বিষয়ক ৬ সদস্যের সাব-কমিটি ১৯৮৬ সালের বোফর্স কামান চুক্তির ক্ষেত্রে কয়েকটি অসঙ্গতি নিয়ে তদন্ত করছে। সেই সাব-কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক দুই সদস্য বলেছেন, সিবিআই ডিরেক্টর অলোক বর্মা এবং প্রতিরক্ষা সচিব সঞ্জয় মিত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সাব-কমিটির প্রধান ভার্তুহরি মেহতাব এবং বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেছেন, সিবিআই-এর বোফর্স মামলা ফের শুরু করার জন্য সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করা উচিত। ২০০৫ সালে বোফর্স মামলা খারিজ করে দেয়। সেই সময় সিবিআই সুপ্রিম কোর্টে যেতে চেয়েছিল। কিন্তু ইউপিএ সরকার সেই অনুমতি দেয়নি। এখন নতুন করে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য সিবিআই-এর উচিত সরকারের অনুমতি চাওয়া, এমনই মত সাব-কমিটির।