নয়াদিল্লি: ১০ তার বেশি মহিলা চাকরি করেন, দেশের এমন সব প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ১২ সপ্তাহ থেকে বেড়ে হল ২৬ সপ্তাহ। আজ সংসদে এই বিল পাশ হয়ে গিয়েছে। প্রথম দুটি সন্তানের ক্ষেত্রে ২৬ সপ্তাহ করে ছুটি পাবেন মহিলারা। তৃতীয় সন্তানের ক্ষেত্রে অবশ্য ছুটির মেয়াদ ১২ সপ্তাহ। এই বিল পাশ হওয়ার ফলে উপকৃত হবেন দেশের ১৮ লক্ষ কর্মরত মহিলা।


মাতৃত্বকালীন ছুটি সংক্রান্ত বিল কয়েক মাস আগেই রাজ্যসভায় পাশ হয়েছে। এবার লোকসভাতেও এই বিল পাশ হল। শ্রম মন্ত্রী বন্দারু দত্তাত্রেয় বলেছেন, আন্তর্জাতিক মহিলা দিবসের পরের দিন এটা মহিলাদের প্রতি তাঁর উপহার। তৃণমূল সাংসদ রত্না দে নাগ, কংগ্রেস সাংসদ সুস্মিতা দেবরা মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটির পক্ষেও সওয়াল করেছেন।