কটক: কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মারা যায় সুন্দরপুরের সচ্চিদানন্দ সাহুর একমাত্র শিশুপুত্র। মৃত সন্তানকে বাঁচিয়ে তোলার মরিয়া চেষ্টায় শোকে পাগল বাবা মা অদ্ভূত কাণ্ড করলেন। ছেলের দেহ লাল কাপড়ে জড়িয়ে আমগাছের কোটরে রেখে দিলেন তাঁরা। গাছের পাশে চলল টানা পুজোপাঠ। সচ্চিদানন্দ ও তাঁর স্ত্রী জানিয়েছেন, সন্তানের দেহ সৎকারের সময় তাঁদের মনে হয়, তার হাতটা একটু যেন নড়ল। তাঁদের আশা হয়, ছেলে বেঁচে উঠবে। গ্রামবাসীরাও চাপ দেন দেহ সৎকার না করে পুজোআচ্চা করতে। দাবি করেন, তাঁদের পরিচিত অনেকে এভাবে বেঁচে উঠেছেন। শুনে আশায় বুক বেঁধে ছেলের দেহ লাল কাপড়ে জড়িয়ে ৪ দিন ধরে আমগাছের কোটরে রেখে দেন তাঁরা। পুলিশ ও চাইল্ড হেল্পলাইন কর্মীদের কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। ৪ দিন পরেও দেহে প্রাণ না এলে বাবা মা দেহ সৎকার করেন। গ্রামবাসীরা অবশ্য দাবি করেছেন, টানা পুজো চলার কারণেই ৪ দিন পরেও দেহ পচে যায়নি।