সংসদের ক্যান্টিন যাচ্ছে বেসরকারি হাতে, এবার থেকে পাওয়া যেতে পারে শুধু নিরামিষ খাবার
Web Desk, ABP Ananda | 14 Jan 2020 01:39 PM (IST)
এতদিন সংসদের ক্যান্টিন চালানোর জন্য ভর্তুকি পেত আইআরসিটিসি। কিন্তু এবার বেসরকারি সংস্থাকে দায়িত্ব দিয়ে ভর্তুকি তুলে দেওয়া হচ্ছে।
নয়াদিল্লি: আইআরসিটিসি-র হাত থেকে সংসদের ক্যান্টিনের দায়িত্ব যাচ্ছে বেসরকারি সংস্থার কাছে। ফলে এবার থেকে শুধু নিরামিষ খাবার পাওয়া যেতে পারে। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তিনটি সংস্থা সংসদের ক্যান্টিনের দায়িত্ব পাওয়ার লড়াইয়ে আছে। তার মধ্যে একটি সংস্থা সরকারি। তবে এগিয়ে অন্য দু’টি বেসরকারি সংস্থা। তারা শুধু নিরামিষ খাবারই পরিবেশন করে। সেই কারণেই সংসদের ক্যান্টিনে শুধু নিরামিষ খাবার পাওয়া যেতে পারে। লোকসভার স্পিকার ওম বিড়লা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। কারণ, সংসদের খাবার সংক্রান্ত কোনও প্যানেল নেই। একটি রিপোর্ট অনুযায়ী, সংসদের ক্যান্টিনের বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এতদিন সংসদের ক্যান্টিন চালানোর জন্য ভর্তুকি পেত আইআরসিটিসি। কিন্তু এবার বেসরকারি সংস্থাকে দায়িত্ব দিয়ে ভর্তুকি তুলে দেওয়া হচ্ছে। ফলে প্রতি বছর ১৭ কোটি টাকা বাঁচবে। সাংসদরা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছেন।