নয়াদিল্লি: আজ সংসদের বাদল অধিবেশনের শুরুতে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী সহ বিরোধী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সংসদের কার্যাবলী শুরু হওয়ার পাঁচ মিনিট আগেই পৌঁছে যান প্রধানমন্ত্রী। এরপর তিনি লোকসভায় সোজা বিরোধী বেঞ্চের দিকে এগিয়ে যান। সামনের সারিতে বসা বিরোধী নেতা-নেত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এই বিরোধী নেতাদের মধ্যে সনিয়া ছাড়াও ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিংহ যাদব, লোকসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়্গে এবং লোকসভার উপাধ্যক্ষ এম থাম্বিদুরাই।
দেবগৌড়া, খাড়্গে, মুলায়ম এবং থাম্পিদুরাইয়ের সঙ্গে করমর্দন করেন মোদী। অন্যদিকে, সনিয়াকে নমস্কার জানান তিনি। পাল্টা নমস্কার করেন সনিয়া। মোদী খাড়্গে ও মুলায়মের সঙ্গে কথাও বলেন।
দ্বিতীয় সারিতে বসা কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী, জোতিরাদিত্য সিন্ধিয়াকেও শুভেচ্ছা জানান মোদী।
লোকসভায় ঢুকেই হাতজোড় করে সদস্যদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। লোক জনশক্তি পার্টির সদস্য রামচন্দ্র পাসোয়ান মোদীর পা ছুঁয়ে প্রণাম করেন। প্রধানমন্ত্রী আসন গ্রহণ না করা পর্যন্ত বিজেপি সদস্যরা দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সংসদের এই অধিবেশনে সদস্যরা দেশের স্বার্থে উচ্চমাণের বিতর্ক অংশগ্রহণ করবেন বলেও প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করেছেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে সংসদে আসার পর মোদী বলেছেন, এই বাদল অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। কারণ, দেশ পেতে চলেছে নতুন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি।
মোদী আরও বলেছেন, জিএসটি দেখিয়ে দিয়েছে যে, সব দল সহমত দলে দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এই ধারা বাদল অধিবেশনে অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
লোকসভায় বিরোধী বেঞ্চে গিয়ে সনিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
ABP Ananda, web desk
Updated at:
17 Jul 2017 04:27 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -