নয়াদিল্লি: বিজয় মাল্য সাংসদ পদ থেকে ইস্তফা দিলেও তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করলেন না রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি। একইদিনে সংসদের এথিক্স কমিটি মাল্যকে বহিষ্কারের সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ঋণখেলাপী এই লিকার ব্যারনের সংসদ থেকে বহিষ্কৃত হওয়া সময়ের অপেক্ষা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

 

মাল্য সোমবারই সাংসদ পদ থেকে ইস্তফা দেন। তবে মঙ্গলবার রাজ্যসভার চেয়ারম্যানের অফিসার অন স্পেশাল ডিউটি গুরদীপ সিংহ সপ্পাল ট্যুইটারে লিখেছেন, মাল্যর পদত্যাগ পত্রে তাঁর যে সই রয়েছে সেটা আসল কি না বোঝা যায়নি। তাছাড়া নির্দিষ্ট পদ্ধতি অনুসারে পদত্যাগ করেননি তিনি। সেই কারণে মাল্যর পদত্যাগ পত্র গৃহীত হয়নি। আনসারি তাঁকে এ কথা জানিয়ে দিয়েছেন।

 

মাল্যকে বহিষ্কার করা নিয়ে মঙ্গলবার এথিক্স কমিটির বৈঠক হয়। সেখানেই তাঁকে বহিষ্কারের সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ সূত্রে জানা গিয়েছে, কমিটির সব সদস্যই মাল্যকে বহিষ্কারের সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছেন। বুধবার রাজ্যসভায় রিপোর্ট জমা দেবে এথিক্স কমিটি।