নয়াদিল্লি: আরও প্রশস্ত হল জিএসটি বা পণ্য পরিষেবা করের পথ। আগামী ১ জুলাই থেকে জিএসটি চালু হওয়া থেকে এখন স্রেফ একধাপ দূরে মোদী সরকার।


বৃহস্পতিবার, জিএসটি-র চারটি পরিপূরক বিল-- দ্য সেন্ট্রাল জিএসটি বিল ২০১৭, দ্য ইন্টিগ্রেটেড জিএসটি বিল ২০১৭, দ্য জিএসটি (কমপেনশেসন টু স্টেটস) বিল ২০১৭ এবং দ্য ইউনিয়ন টেরিটরি জিএসটি বিল ২০১৭ পাশ হল রাজ্যসভায়।


এর আগে, গত সপ্তাহে লোকসভা এই চার বিল পাশ করেছিল। ফলে, এখন রাজ্যগুলি এই বিলকে পাশ করলেই দেশজুড়ে চালু হবে অভিন্ন পণ্য পরিষেবা কর আইন।


এদিন রাজ্যসভায় প্রায় ৮-ঘণ্টা ধরে বিতর্ক চলে জিএসটি নিয়ে। সরকারের তরফে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি দাবি করেন, দেশে অভিন্ন পরোক্ষ কর লাগু হবে। তিনি এ-ও দাবি করেন, জিএসটি-র ফলে মুদ্রাস্ফীতি বাড়বে বলে যে আশঙ্কা প্রকাশ করছে কোনও কোনও অংশ, তা একেবারে ভিত্তিহীন।