নয়াদিল্লি:  লোকসভায় সর্বসম্মতিতে পাস হল পণ্য পরিষেবা কর (জিএসটি) সংশোধনী বিল। বিলের পক্ষে ৪৪৩টি ভোট পড়ল।
ভোটাভুটির আগে লোকসভায় জবাবি ভাষণে জিএসটি-কে দেশের উন্নয়নের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ আখ্যা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জিএসটির মাধ্যমে ভারত এক বৃহৎ পদক্ষেপ নিল। এটি হল রূপান্তর ও স্বচ্ছতার উদ্দেশে একটি বৃহৎ পদক্ষেপ।
নরেন্দ্র মোদী যখন বলছিলেন, তখন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী উঠে প্রশ্ন করেন, এখন জিএসটি-র পক্ষে হলেও, কেন গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদী এই জিএসটির বিরোধিতা করেছিলেন? উত্তরে ঠাট্টার ছলে প্রধানমন্ত্রী বলেন, তিনিও অবাক হচ্ছিলেন কেন এতক্ষণ অধীর চৌধুরী উঠে দাঁড়াননি!
বিল পাসের পর সব দলের নেতা ও সাংসদদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বেরোনোর সময় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, জিএসটি পাস হওয়ার আনন্দে নৈশভোজ হওয়া উচিত। প্রধানমন্ত্রী পাল্টা বলেন, নিশ্চয় হবে। জিএসটি সংশোধনী বিল পাস হওয়াকে স্বাগত জানিয়েছেন রাহুল গাঁধীও।
রাজ্যসভার পর লোকসভাতেও সংশোধনী বিল পাস হল। এবার অন্তত ১৬টি রাজ্য সরকারকে বিল পাস করাতে হবে। আগামী তিরিশ দিনের মধ্যে বিল পাস করতে হলে একাধিক রাজ্যকে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকতে হবে।