Parliament Session Live Updates:ভারত-চিন সংঘাতের আবহে আজ সংসদে রাজনাথের বিবৃতি, চিনা নজরদারি নিয়ে লোকসভায় মুলতুবি প্রস্তাব কংগ্রেসের

ভারত-চিন সীমান্ত বিবাদ নিয়ে সংসদে বিতর্কের দাবি জানিয়েছে বিরোধীরা। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতির দাবি করেছে বিরোধী দলগুলি। সোমবার বাদল অধিবেশনের প্রথম দিন এই প্রসঙ্গ উত্থাপন করেন কংগ্রেসের সংসদীয় দলনেতা অধীর চৌধুরী

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 15 Sep 2020 01:12 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি:ভারত-চিন সীমান্ত বিবাদ নিয়ে সংসদে বিতর্কের দাবি জানিয়েছে বিরোধীরা। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতির দাবি করেছে বিরোধী দলগুলি। সোমবার বাদল অধিবেশনের প্রথম দিন এই প্রসঙ্গ উত্থাপন করেন কংগ্রেসের সংসদীয়...More

দেশের বিভিন্ন স্তরের লোকজনদের ওপর চিনের নজরদারির ঘটনা সামনে এসেছে। এরমধ্যেই চিনের এই নজরদারি নিয়ে ফের বড় তথ্য সামনে এসেছে। সর্বভারতীয় ইংরেজি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, চিন ভারতের পেমেন্ট অ্যাপ, সাপ্লাই চেন, ডেলিভারি অ্যাপের সিইও-সিএফও সহ প্রায় ১৪০০ ব্যক্তি ও সংস্থার ওপর নজরদারি করছে। এই ইস্যু সংসদে উত্থাপন করতে চলেছে বিরোধীরা। কংগ্রেস এই ঘটনায় সরকারের বিবৃতি দাবি করেছে।
এই প্রেক্ষিতে আজ লোকসভায় আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাবের নোটিস দিলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। পূর্ব লাদাখে চিনা আগ্রাসন নিয়ে লোকসভায় মুলতুবি প্রস্তাব এনেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়।