Parliament Session Live Updates:ভারত-চিন সংঘাতের আবহে আজ সংসদে রাজনাথের বিবৃতি, চিনা নজরদারি নিয়ে লোকসভায় মুলতুবি প্রস্তাব কংগ্রেসের
ভারত-চিন সীমান্ত বিবাদ নিয়ে সংসদে বিতর্কের দাবি জানিয়েছে বিরোধীরা। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতির দাবি করেছে বিরোধী দলগুলি। সোমবার বাদল অধিবেশনের প্রথম দিন এই প্রসঙ্গ উত্থাপন করেন কংগ্রেসের সংসদীয় দলনেতা অধীর চৌধুরী
এই প্রেক্ষিতে আজ লোকসভায় আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাবের নোটিস দিলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। পূর্ব লাদাখে চিনা আগ্রাসন নিয়ে লোকসভায় মুলতুবি প্রস্তাব এনেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
গতকাল বলিউডের মাদক-যোগ মন্তব্য করেন বিজেপি সাংসদ রবি কিষণ। এদিন জয়া বচ্চনের বক্তব্যের প্রেক্ষিতে বিজেপি সাংসদ বলেন, আশা ছিল জয়াজি আমাকে সমর্থন করবেন। কারণ, মাদক-যোগকাণ্ডে যারা জড়িত, তাদের জন্য গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির বদনাম হচ্ছে।
গতকাল বলিউডের মাদক-যোগ মন্তব্য করেন বিজেপি সাংসদ রবি কিষণ। এদিন জয়া বচ্চনের বক্তব্যের প্রেক্ষিতে বিজেপি সাংসদ বলেন, আশা ছিল জয়াজি আমাকে সমর্থন করবেন। কারণ, মাদক-যোগকাণ্ডে যারা জড়িত, তাদের জন্য গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির বদনাম হচ্ছে।
প্রেক্ষাপট
নয়াদিল্লি:ভারত-চিন সীমান্ত বিবাদ নিয়ে সংসদে বিতর্কের দাবি জানিয়েছে বিরোধীরা। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতির দাবি করেছে বিরোধী দলগুলি। সোমবার বাদল অধিবেশনের প্রথম দিন এই প্রসঙ্গ উত্থাপন করেন কংগ্রেসের সংসদীয় দলনেতা অধীর চৌধুরী। কিন্তু অধ্যক্ষ এ বিষয়ে আলোচনার দাবি অস্বীকার করেন। তবে আজ প্রতিরক্ষমন্ত্রী রাজনাথ সিংহ চিনের সঙ্গে চলতি সংঘাত নিয়ে বিবৃতি দিতে পারেন।
এই বিষয়টি নিয়ে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী লোকসভা ও রাজ্যসভার সমস্ত প্রধান দলগুলির নেতাদের বৈঠকে ডেকেছেন। বৈঠকে সীমান্ত বিবাদ নিয়ে আলোচনা ও বিতর্কের রূপরেখা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ লোকসভার বিজনেস অ্যাডভাইসরি কমিটি (বিএসি)-র বৈঠকও হবে। বৈঠকে লোকসভায় কী কী ইস্যু উত্থাপন হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হবে। এই বৈঠকের সময় দুপুর দুটো।
অন্যদিকে, রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্য স্যালারি অ্যান্ড আলাউন্সেস অফ মিনিস্টার্স অ্যাক্ট ১৯৫২ সংশোধনী বিল পেশ করবেন। বিলটি যাতে আজই পাস হয়, সেই চেষ্টা থাকবে সরকারের। এর আগে কোভিড-১৯ জনিত সংকটে ব্যয় হ্রাসের জন্য গত ৬ এপ্রিল সরকার এক অধ্যাদেশের মাধ্যমে মন্ত্রীদের ভাতা ৩০ শতাংশ কমিয়েছিল।
এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী সোমবার এয়ারক্র্যাফ্ট অ্যাক্ট ১৯৩৪ সংশোধনী বিল পেশ করেছিলেন। আজ এ ব্যাপারে আলোচনা হওয়ার কথা।
একইসঙ্গে আজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হবে। এই বৈঠক সংসদ ভবনেই দুপুর দেড়টায় হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -