নয়াদিল্লি: সেনা প্রধান নিয়োগ সংক্রান্ত বিতর্কে মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। তাঁর দাবি, এক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া সঠিকভাবে মানা হয়েছে। তিনি বলেছেন, সেনা প্রধান নিয়োগে বয়সই চূড়ান্ত মাপকাঠি নয়। বয়সের সঙ্গে সঙ্গে সেনা অফিসারদের কাজের ইতিহাস ও দক্ষতা বিচার করে তবেই সেনা প্রধান নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, বয়সই যদি চূড়ান্ত মাপকাঠি হত, তাহলে তো জন্ম তারিখের হিসেব করে কম্পিটারই সেনাপ্রধান বেছে নিতে পারত। তারজন্য ক্যাবিনেট কমিটিকে সিদ্ধান্ত নিতে হত না।

গত মাসেই দলবীর সিংহ সুহাগের জায়গায় সেনা প্রধান করা হয় জেনারেল বিপিন রাওয়াতকে। সিনিয়রিটি হিসেবে লেফটেন্যান্ট জেনারেল প্রবীন বক্সি ও লেফটেন্যান্ট জেনারেল পিএম হারিজকে টপকে রাওয়াতকে সেনাপ্রধান বেছে নেওয়ায় বিজেপি সরকারের সমালোচনা করে বিরোধীরা।

এ ব্যাপারে এক প্রশ্নের উত্তরে পর্রীকর বলেছেন, সিনিয়রিটির কোনও নীতি রয়েছে বলে তাঁর জানা নেই। এক্ষেত্রে একটি প্রক্রিয়া রয়েছে যেখানে সমস্ত কম্যান্ডারদের পারফরম্যান্স যাচাই করা হয়। সেনা প্রধান পদের জন্য যাঁদের বিবেচনা করা হয়েছিল, তাঁদের প্রত্যেকেই সেরা। তাঁরা সবাই একটাই যোগ্য যে এই কারণেই সিদ্ধান্ত তাড়াতাড়ি নেওয়া যায়নি।