চিকিৎসায় সাড়া দিচ্ছেন, আগামী মাসেই দেশে ফিরতে পারেন পর্রীকর
Web Desk, ABP Ananda | 18 Mar 2018 04:29 PM (IST)
পানাজি: গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তাঁর শারীরিক পরিস্থিতি এখন স্বাভাবিক। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনি দেশে ফিরে আসতে পারেন। এমনই জানালেন গোয়ার এক বিজেপি নেতা। তবে দেশে ফেরার পর পর্রীকর মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চেক-আপ করাবেন না গোয়ায় আসবেন, সেটা এখনও বলা যাচ্ছে না। গত মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় লীলাবতী হাসপাতালে ভর্তি হতে হয় পর্রীকরকে। কয়েকদিন পরেই অবশ্য তিনি গোয়ায় ফিরে বাজেট পেশ করেন। কিন্তু তিনি ফের অসুস্থ হয়ে পড়েন। প্রথমে গোয়া মেডিক্যাল কলেজ এবং এরপর ফের লীলাবতী হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর চিকিৎসার জন্য এ মাসের গোড়ায় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান। সেখানেই এখন তাঁর চিকিৎসা চলছে।