সার্জিক্যাল স্ট্রাইক-এর সাফল্যে পর্রীকরকে সংবর্ধনা দেবে গোয়া বিজেপি
Web Desk, ABP Ananda | 02 Oct 2016 04:37 PM (IST)
পানাজি: সার্জিক্যাল স্ট্রাইকে অসাধারণ সফল সেনাবাহিনী। নিমেষের মধ্যে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে শত্রুদের বিনাশ করে ফিরে এসেছে সেনাজওয়ানরা। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সেনাবাহিনীর এই সাফল্যের জন্য এবার মনোহর পর্রীকরকে সংবর্ধনা দিতে চলেছে গোয়া সরকার। আগামী ৪ অক্টোবর গোয়ার ঐতিহাসিক আজাদ ময়দানে আয়োজিত এক জনসভায় যোগ দেবেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর। সেখানেই সংবর্ধনা দেওয়া হবে তাঁকে। বিজেপি-র গোয়া ইউনিটের প্রেসিডেন্ট বিনয় তেন্ডুলকর জানিয়েছেন, পর্রীকর আশাবাদী, ১০ হাজারেরও বেশি জনসমাগম হবে ওই সভায়। তেন্ডুলকর আরও বলেন, সার্জিক্যাল স্ট্রাইকের পর এই প্রথমবার প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে চলেছেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, তাঁর এই সাফল্যে আমরা গর্বিত। আমরা এই অনুভূতি তাঁর সঙ্গে ভাগ করে নিতে চাই। সূত্রের খবর, আগামী মঙ্গববারই দাবোলিম বিমানবন্দরে পৌঁছে যাবেন পর্রীকর। সেখান থেকেই শোভাযাত্রা করে তাঁকে নিয়ে যাওয়া হবে আজাদ ময়দানে। তেন্ডুলকর আরও জানান, সার্জিক্যাল স্ট্রাইক এমন একটি ইস্যু, যা আগামী বছর গোয়া নির্বাচনের প্রচারে উঠবে। তিনি আরও বলেন, মোদী আগেই জানিয়েছিলেন, উরি হামলায় শহিদ জওয়ানদের মৃত্যু বিফলে যাবে না। সার্জিক্যাল স্ট্রাইক তারই জবাব। একমাত্র বিজেপি সরকারেরই এই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে। এটা ঐতিহাসিক ঘটনা। প্রসঙ্গত, উরি হামলার জবাবে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি লঞ্চ প্যাডে সার্জিক্যাল অপারেশন চালায় ভারতীয় সেনা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর ৭ টি লঞ্চপ্যাড গুঁড়িয়ে দিয়েছে তারা। সেনা বাহিনীর এই অসাধারণ সাফল্যের জন্য পর্রীকরকে সংবর্ধনা গোয়া সরকারের।