পানাজি: গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ মুম্বইয়ে যাচ্ছেন। চিকিৎসার প্রয়োজনে তিনি বিদেশেও যেতে পারেন। গোয়ার মুখ্যমন্ত্রীর দফতর থেকে এমনই জানানো হয়েছে।


আজ মুম্বই রওনা হওয়ার আগে তিন গুরুত্বপূর্ণ মন্ত্রী সুদিন ধাভালিকর, ফ্রান্সিস ডি’সুজা ও বিজয় সারদেশাইয়ের সঙ্গে বৈঠক করেন পর্রীকর। এই তিন মন্ত্রীকে নিয়ে একটি মন্ত্রিসভার পরামর্শদাতা কমিটি গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে এই কমিটিই রাজ্য সরকারকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং বিভিন্ন প্রকল্পে অর্থ বিনিয়োগের বিষয়ে পরামর্শ দেবে।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন পর্রীকর। ২২ ফেব্রুয়ারি তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ২৫ ফেব্রুয়ারি ফের অসুস্থ হয়ে পড়ায় গোয়া মেডিক্যাল কলেজে ভর্তি হন পর্রীকর। এ মাসের ১ তারিখ তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু পুরোপুরি সুস্থ হননি গোয়ার মুখ্যমন্ত্রী।