নয়াদিল্লি: ভারতের প্রথম প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আগামীকাল বাংলাদেশ সফরে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। আগামী মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে আসছেন। তার আগে দুই দেশের সামরিক সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণই পর্রীকরের সফরের অন্যতম উদ্দেশ্য। দুদিনের সফরে তিনি আগামীকালই প্রতিবেশী দেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।
পরের দিন প্রতিরক্ষামন্ত্রী চট্টগ্রামে সামরিক অকাদেমিতে যাবেন। সেখানে তিনি হাসিনার সঙ্গে দেখা করবেন। পর্রীকরের সঙ্গে থাকবেন সেনা ও বায়ুসেনার উপপ্রধান, নৌবাহিনীর উপপ্রধান এবং উপকূলরক্ষী বাহিনীর প্রধান।
প্রতিরক্ষামন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, চলতি মাসের গোড়াতেই পর্রীকরের বাংলাদেশে যাওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে যায়।
চিন সম্প্রতি বাংলাদেশকে দুটি সাবমেরিন বিক্রি করেছে। এরসঙ্গে পর্রীকরের সফরের কোনও সম্পর্ক নেই বলেও জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রকের আধিকারিকরা।
উল্লেখ্য, অত্যাধুনিক নৌবাহিনী গড়তে হাসিনা ২০১৩-তে সাবমেরিন ক্রয়ের কথা ঘোষণা করেছিলেন। গত বছরের নভেম্বরে ভারত সফরে এসে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ফারিদ হাবিব চিনের কাছ থেকে সাবমেরিন ক্রয়ের কথা জানিয়েছিলেন।
ফারিদ বলেছিলেন, সমুদ্র পথে নিরাপত্তার ক্ষেত্রে ভারতের নৌবাহিনীর সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ।
ভারতের প্রথম প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বাংলাদেশ সফরে যাচ্ছেন পর্রীকর
ABP Ananda, web desk
Updated at:
29 Nov 2016 04:23 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -