শ্রীনগর: উরিতে গত মাসে যে জায়গায় জওয়ানদের ওপর হামলা চালিয়েছিল জঙ্গিরা, সেই স্থান পরিদর্শনে যাবেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। এবং দেশের প্রথম সর্বোচ্চ সেনা সম্মান প্রাপক পরম বীর চক্রে ভূষিত মেজর সোমনাথের ৬৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা জানাবেন তিনি।


এক সেনা আধিকারিক জানিয়েছেন, দুদিনের কাশ্মীর সফরে উরি ব্রিগেড হেড-কোয়ার্টারে যাবেন পর্রীকর। নিয়ন্ত্রণ রেখায় বর্তমান কী পরিস্থিতি, পাকিস্তানের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন, সার্জিক্যাল স্ট্রাইক এসমস্ত ব্যাপারে সেনা আধিকারিকদের সঙ্গে কথা বলবেন তিনি। এছাড়াও বুদগামে শ্রীনগর বিমানবন্দরে মেজর সোমনাথের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাবেন পর্রীকর। ১৯৪৭ সালে কাশ্মীর অভিযানে সাহসিকতার জন্য দেশের সর্বোচ্চ সেনা সম্মান পেয়েছিলেন ৪র্থ কুমায়ুন রেজিমেন্টের মেজর সোমনাথ।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর উরি সেক্টরে হামলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় ১৯ জওয়ানের। আহত হন বেশ কয়েকজন জওয়ান। পাল্টা ২৯ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় জওয়ানরা। গুঁড়িয়ে দেয় জঙ্গি শিবির।