পানাজি: জুনের শেষে দেশে ফিরছেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর, যিনি গত ৭ মার্চ থেকে অসুস্থ হয়ে আমেরিকায় চিকিত্সাধীন রয়েছেন। এ কথা জানালেন গোয়ার পরিবহণমন্ত্রী সুদিন দাভালিকর। পর্রীকরের অবর্তমানে গোয়ায় সরকার চালাতে গঠিত তিন সদস্যের ক্যাবিনেট উপদেষ্টা কমিটির অন্যতম এই সিনিয়র মন্ত্রী। বাকিরা হলেন বিজেপির ফ্রান্সিস ডিসুজা ও গোয়া ফরোয়ার্ড পার্টির বিজয় সরদেশাই।
দাভালিকর বলেন, জুনের শেষে মুখ্যমন্ত্রী ফিরবেন, তাঁর নেতৃত্বে বর্তমান সরকারের পঞ্চম বর্ষপূর্তি হবে।
সিএসি-র মেয়াদ ৩১ মে-র পর বাড়ানো হবে কিনা, সে ব্যাপারে পর্রীকরই সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। বলেন, সিএসি-র ব্যাপারে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তই সবাই মানবে। এদিকে দাভালিকর মুখ্যমন্ত্রী পদের দায়িত্বভার গ্রহণে মানসিক ভাবে তৈরি, আগের এই মন্তব্য আজ প্রত্যাহার করে নেন। মুখ্যমন্ত্রী পদ নিয়ে এখন কথা বলার সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি। মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির এই নেতা বলেন, আমি নিজে থেকে প্রসঙ্গটা তুলিনি। মিডিয়ার প্রশ্নের উত্তর দিয়েছি। আমি বলেছি, আমার কাজ ভাল লাগলে মানুষ একদিন আমায় মুখ্যমন্ত্রী করবেন।