নয়াদিল্লি:  সেনাবাহিনী সম্পর্কে মন্তব্য করায় তিনি ব্যথিত, মর্মাহত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানালেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। চিঠিতে তিনি লিখেছেন, রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগকে জানিয়েই টোল প্লাজায় গাড়ির সংখ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহ করছিলেন সেনাকর্মীরা। বহু বছর ধরে পশ্চিমবঙ্গ-সহ আরও কয়েকটি রাজ্যে এই কর্মসূচি চলছে। ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ। তারা দেশের সুরক্ষা ও নিরাপত্তার জন্য নিজেদের উত্সর্গ করেছে।   পর্রীকরের মত, মুখ্যমন্ত্রীর মন্তব্য সেনার ভাবমূর্তিতে বিরূপ প্রভাব ফেলতে পারে। তাঁর মতো দায়িত্বশীল একজন ব্যক্তির থেকে এবং ওই পদে থেকে এধরনের মন্তব্য তাঁর থেকে অভিপ্রেত নয়, মত পর্রীকরের। পর্রীকর তাঁর চিঠিতে লিখেছেন, রাজনৈতিক দল, রাজনীতিকরা অনেকসময় ভিত্তিহীন অভিযোগ করেন, কিন্তু সেনা সম্পর্কে এধরনের মন্তব্য করার আগে সতর্ক থাকা উচিত। এদিকে তৃণমূল সাংসদ ডেরেক ও' ব্রায়েন জানিয়েছেন, চিঠি রাজ্যের হাতে পৌঁছনোর আগেই ফাঁস হয়ে গিয়েছে। এরপর চিঠি সরকারের কাছে পৌঁছলে মুখ্যমন্ত্রী এর সমুচিত জবাব দেবেন বলেও জানা গিয়েছে।   তৃণমূল নেতা সুখেন্দু শেখর দাবি করেছেন, ভারতীয় সেনাবাহিনীর জন্যে আমাদের সকলের মনেই শ্রদ্ধা আছে। কিন্তু কীভাবে সেদিন সেনাবাহিনী মোতায়েন হয়েছিল, সেব্যপারে বিস্তারিত তথ্য তাঁরা আগেই জমা দিয়েছেন। তৃণমূল নেতার দাবি, প্রতিরক্ষামন্ত্রী আজ যা লিখেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর, রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কে সেনা মোতায়েন নিয়ে কেন্দ্রকে সরাসরি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, এইমুহূর্তে দেশের পরিস্থিতি জরুরি অবস্থার চেয়েও খারাপ। এরপর জাতীয় সড়ক থেকে সেনা প্রত্যাহারের দাবিতে প্রায় তিরিশ ঘন্টা রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নে ছিলেন মুখ্যমন্ত্রী।