নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে স্বস্তি মালয়লম সিনেমার নবাগত অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়রের । তাঁর বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলার ওপরই স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি প্রক্রিয়ায় কোনও ব্যবস্থা নেওয়া যাবে না বলে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি এ এম খানউইলকর এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের নির্দেশে একই ধরনের ধরনের স্বস্তি পরিচালকেরও।
বর্তমান এফআইআরগুলিতে স্থগিতাদেশের পাশাপাশি প্রোমোশনাল ভিডিও নিয়ে প্রিয়া ও পরিচালকের বিরুদ্ধে নতুন কোনও এফআইআর দায়ের না হয়, সে বিষয়েও রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে আদালত।
প্রিয়ার দায়ের করা পিটিশনের ভিত্তিতে তেলঙ্গানা সরকার ও অভিযোগকারীদের নোটিশও জারি করেছে সুপ্রিম কোর্ট।
আগামী সিনেমা ওরু আদর লাভ-এর গানের দৃশ্যে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগ আহত হয়েছে দাবি করে মহারাষ্ট্র ও তেলঙ্গনায় অভিযোগ দায়ের করা হয় প্রিয়া ও পরিচালক ওমর লুলুর বিরুদ্ধে। হায়দরাবাদ পুলিশ গত ১৪ ফেব্রুয়ারি ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ ধারায় মামলা রুজু করে। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন প্রিয়া ও সিনেমার পরিচালক। সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনে বলা হয়, সিনেমাপ মানিক্যা মালারিয়া পুভি গানটি নিয়ে বিতর্ক অনর্থক। কারণ, এটি মালাবার অঞ্চলের মুসলিমদের লোকসঙ্গীত। পিটিশনে আরও বলা হয়, গানটি ১৯৭৮-এ লিখেছিলেন কবি পিএমএ জব্বর। তারপর থেকে প্রায় ৪০ বছর ধরে কেরলের মুসলিমদের মুখে মুখে ফিরেছে গানটি।
এমন একটি গান হঠাত্ করেই মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিতে পারে না বলেই পিটিশনে দাবি করা হয়েছে।
মামলায় স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি প্রিয়া প্রকাশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Feb 2018 01:38 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -