নয়াদিল্লি: সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনের আগে লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজনের ডাকা সর্বদল বৈঠকেও উঠে এল নোট বাতিলের প্রসঙ্গ। বিষয়টি নিয়ে সংসদের অধিবেশনে সরকারকে কোণঠাসা করার কৌশল নিয়েছে বিরোধীরা। এদিন সর্বদল বৈঠকে বিষয়টি নিয়ে সংসদে বিতর্কের দাবি জানায় কংগ্রেস সহ বিরোধী দলগুলি।
এছাড়াও নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিদের বিরুদ্ধে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইক, জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি ছাড়াও এক পদ এক পেনশন সহ কৃষকদের দুর্দশার প্রসঙ্গেও বৈঠকে বিরোধীরা আলোচনার দাবি জানিয়েছে। বৈঠক শেষে অধ্যক্ষ এ কথা জানিয়েছেন।
প্রায় ঘন্টা তিনেক ধরা চলা বৈঠকে প্রধান বিরোধী দলগুলি নোট বাতিলের বিষয়টি নিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে বিতর্কের দাবি জানায়। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ায় মানুষ যে অসুবিধার মুখে পড়েছে তা তুলে ধরতে এ বিষয়ে বিতর্কের দাবি জানায় বিরোধীরা।
অধ্যক্ষ জানিয়েছেন, আসন্ন শীতকালীন অধিবেশনে ২২-২৩ টি বিল পেশ হতে পারে।
সর্বদল বৈঠকের শেষে অধ্যক্ষর ডাকা নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
লোকসভায় কংগ্রেস দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, নোট বাতিল, সার্জিক্যাল স্ট্রাইক ও সরকারের পাক নীতি সহ বিভিন্ন বিষয়ে তাঁরা মুলতুবি প্রস্তাব, স্বল্প সময়ের আলোচনা, দৃষ্টি আকর্ষণী নোটিশ দেবেন। এছাড়াও সাধারণ বাজেটের সঙ্গে রেল বাজেটকে মিশিয়ে দেওয়ার প্রস্তাব নিয়েও কংগ্রেস আলোচনার দাবি জানিয়েছে।
সংসদের অধিবেশন নির্বিঘ্নে চলতে দেওয়ার জন্য বিরোধীদের কাছে আর্জি জানিয়েছেন অধ্যক্ষ।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
সংসদে নোট বাতিল ইস্যুতে অগ্রাধিকারের ভিত্তিতে আলোচনার দাবি বিরোধীদের
ABP Ananda, web desk
Updated at:
15 Nov 2016 12:14 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -