নয়াদিল্লি: লোকসভায় মাতৃত্বকালীন ছুটি বিল পাশ হয়ে যাওয়াকে ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে তিনি বলেছেন, রাজ্যসভায় ৯ মাস আগে পাশ হয়েছিল বিলটি। গতকাল বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হলে প্রথম দিনই সেটি লোকসভাতেও পাশ হয়ে যায়। এতে কোটি কোটি মহিলা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, এই বিল মা ও শিশু উভয়েই সুস্বাস্থ্যের অধিকারী হবেন। তাঁদের উপার্জন এর ফলে যেমন সুরক্ষিত থাকবে, তেমনই অফিসে ক্রেশ অত্যাবশ্যক করার সিদ্ধান্তও অত্যন্ত প্রশংসনীয়। নতুন আইনের ফলে ১০ বা তার বেশি কর্মী থাকা প্রত্যেক সংস্থায় গর্ভবতী মহিলা সন্তান জন্মের জন্য ২৬ সপ্তাহ ছুটি নিতে পারবেন। আগে এই ছুটি পাওয়া যেত ১২ সপ্তাহ। তবে প্রথম ২ সন্তানের ক্ষেত্রেই ২৬ সপ্তাহ ছুটি মিলবে। তৃতীয় সন্তান হলে ছুটি পাওয়া যাবে পুরনো ১২ সপ্তাহ। এছাড়াও এই বিলের মাধ্যমে ৫০ বা তার বেশি কর্মী থাকা সংস্থায় নির্দিষ্ট দূরত্বের মধ্যে ক্রেশ থাকতেই হবে। মহিলা কর্মীরা দিনে সর্বাধিক ৪বার ক্রেশে গিয়ে ছেলেমেয়েকে দেখে আসতে পারবেন। সদ্য পাশ হওয়া এই বিলে মহিলা কর্মীরা যাতে সম্ভব হলে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে অফিসের কাজ করতে পারেন, সেই সুবিধেও দেওয়া হয়েছে। যদি তাঁর কাজের ধরনে ওয়ার্ক ফ্রম হোম সম্ভব হয়, তবে মাতৃত্বকালীন ছুটির পর অফিস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই সুবিধে পাওয়া যায় কিনা দেখতে পারেন তিনি।