মুম্বই: ইন্ডিগো সংস্থার চণ্ডীগড়গামীএকটি উড়ানের জরুরি পরিস্থিতিতে বেরিয়ে যাওয়ার রাস্তা বা এমার্জেন্সি স্যুট খুলে ফেললেন এক ব্যক্তি। এর ফলে এক সহযাত্রী আহত হয়েছেন। সংশ্লিষ্ট বিমান সংস্থা অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

ইন্ডিগো এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকালে বিমানটি মুম্বই থেকে চণ্ডীগড় রওনা দেওয়ার ঠিক আগে ঘটেছে এই ঘটনা। বোর্ডিং শেষ হওয়ার পরেই ১২সি আসনে বসা এক ব্যক্তি এমার্জেন্সি এক্সিট ডোর খুলে হাট করে দেন। বিমান সেবিকারা দেখতে পেয়ে তখনই পাইলটকে জানান।

পাইলট বন্ধ করে দেন বিমানের ইঞ্জিন। কিন্তু এমার্জেন্সি ডোর খুলে যাওয়ায় চোট পান ১ বিমানযাত্রী। দ্রুত তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়।

যে যাত্রী এমার্জেন্সি ডোর খুলে ফেলেন, তাঁকে তুলে দেওয়া হয় বিমানবন্দরে মোতায়েন নিরাপত্তা রক্ষী ও সিআইএসএফের হাতে। ইন্ডিগো তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছে।