নয়াদিল্লি: যাত্রীদের সুরক্ষার উপরেই সবচেয়ে বেশি জোর দেওয়া হবে বলে জানালেন রেলবোর্ডের নয়া চেয়ারম্যান অশ্বিনী লোহানি। গতকতালই তিনি রেলবোর্ডের নয়া প্রধান নিযুক্ত হন। আজ দায়িত্বভার গ্রহণ করার পর লোহানি বলেছেন, ‘যাত্রীদের সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিচ্ছন্নতা, স্টেশনগুলির উন্নতি, দুর্নীতি এবং ভিআইপি সংস্কৃতি দূর করাও আমাদের লক্ষ্য থাকবে। রেলের কাছ থেকে মানুষের অনেক প্রত্যাশা। আমরা উন্নতির জন্য কঠোর পরিশ্রম করব।’

পাঁচ দিনে দুটি ট্রেন দুর্ঘটনার পর গতকাল পদত্যাগ করেন রেলবোর্ডের চেয়ারম্যান একে মিত্তল। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন লোহানি। তিনি দীর্ঘদিন ধরে রেলের সঙ্গে যুক্ত। এর আগে মেকানিক্যাল বিভাগের আধিকারিক, দিল্লির ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার হিসেবে কাজ করেছেন। এবার রেলবোর্ডের চেয়ারম্যান হয়ে তিনি আবেগাপ্লুত। আজ রেলভবনে ঢোকার সময় মাথা নিচু করে প্রণাম করেন তিনি।

এয়ার ইন্ডিয়ার সিএমডি হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেছেন লোহানি। তাঁর হাত ধরে লাভজনক সংস্থা হয়ে উঠেছে বিপুল লোকসানে চলা রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা। এবার রেলের সুরক্ষার দায়িত্ব নিলেন তিনি। আশা করা যায় এই কাজেও সফল হবেন তিনি।