নয়াদিল্লি: ট্রোল করা নিয়ে টুইটারে ভোটাভুটি করেছেন তিনি। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবার টুইট করে বললেন, আলোচনার সময় সভ্য ভাষা প্রয়োগ করলে সব সময় ফল পাওয়া যায় বেশি।
তনভি শাহ নামে এক মহিলা ও তাঁর স্বামীর পাসপোর্ট সংক্রান্ত বিতর্কে সোশ্যাল মিডিয়ায় জোরদার ট্রোলিংয়ের শিকার হয়েছেন সুষমা। কিডনির অসুখে ভোগা মন্ত্রীকে এ কথাও বলা হয়, ইসলামীয় কিডনি নিয়ে ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। এমনকী তাঁকে মারধর করার জন্যও একজন পরামর্শ দিয়েছেন তাঁর স্বামী স্বরাজ কৌশলকে। ক্ষুব্ধ, অপমানিত বিদেশমন্ত্রী এ নিয়ে টুইটারে ভোটাভুটি করে জানতে চান, এমন ভাষা টুইটার দুনিয়া সমর্থন করে কিনা। তাতে দেখা যায়, ৫৭ শতাংশ মানুষ বলেছেন, এ ধরনের ভাষা প্রয়োগের তাঁরা বিরোধী।
এবার হিন্দি কবি নীরজের কবিতার কয়েকটি পংক্তি উদ্ধৃত করে সুষমা বলেছেন, গণতন্ত্রে মতবিরোধ স্বাভাবিক। আলোচনাও অত্যাবশ্যক কিন্তু অভদ্র ভাষা নয়। ভদ্র ভাষায় আলোচনার প্রভাব বেশি হয়।
[embed]https://twitter.com/SushmaSwaraj/status/1013479213536407552?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1013479213536407552&ref_url=https%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2Fpassport-controversy-sushma-swaraj-to-twitter-trolls-says-decent-language-is-always-more-effective-902132[/embed]
সুষমার স্বামী স্বরাজ কৌশল টুইট করে জানিয়েছেন, যে ভাষায় বিদেশমন্ত্রীকে ট্রোল করা হয়েছে, তাতে তাঁরা অসম্ভব দুঃখ পেয়েছেন। ১৯৯৩ সালে ক্যানসারে মারা যান তাঁর মা। তখন সুষমা সাংসদ ও প্রাক্তন শিক্ষামন্ত্রী। ১ বছর হাসপাতালে থেকে শাশুড়ির সেবা করেন তিনি। সহায়িকা নেননি, স্বরাজ কৌশলের মুমূর্ষু মায়ের সেবাযত্ন করেন নিজের হাতে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
পাসপোর্ট বিতর্ক- সভ্য ভাষায় সব সময় কাজ বেশি হয়, ট্রোলদের বললেন সুষমা
ABP Ananda, Web Desk
Updated at:
02 Jul 2018 10:46 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -