নয়াদিল্লি: বিজেপি শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশের দাবিকে স্বীকৃতি দিয়ে সুপ্রিম কোর্টের গতকালের ঘোষিত রায় সম্পর্কে এখনও সরকারি ভাবে প্রতিক্রিয়া না দিলেও তাদের শরিক রামবিলাস পাসোয়ান তাকে স্বাগত জানিয়ে বলবেন, মেয়েরা যখন মহাকাশে যাচ্ছেন, সেনায় যোগ দিচ্ছেন, তখন তাঁদের প্রতি কোনও বৈষম্যই চলতে পারে না। কেন্দ্রের মন্ত্রী বিজেপি জোট এনডিএ-র শরিক লোকজনশক্তি পার্টি (এলজেপি) সভাপতি পাসোয়ানের বক্তব্য, দেশকে সামনের রাস্তায় এগিয়ে যেতে হলে ও প্রথম সারির রাষ্ট্রের সারিতে জায়গা পেতে গেলে সমাজে কোনওরকম বৈষম্য থাকলে চলবে না। যখন মেয়েরা সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন, মহাকাশে পাড়ি দিচ্ছেন, তখন তাঁদের মন্দিরে ঢুকতে না দেওয়া অন্যায়। ওঁদের প্রতি কোনও অবিচার কাম্য নয়। আমাদের দল সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় সমর্থন করছে। ঈশ্বর সবার কাছে সমান বলেও মন্তব্য করেন পাসোয়ান। বিজেপি গতকালই শবরীমালা মন্দিরে সব বয়সের মেয়েদের প্রবেশে নিষেধাজ্ঞা উড়িয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর জানায়, তারা সেটি খতিয়ে দেখছে।
গতকাল প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির বেঞ্চ ৪-১ সংখ্যাগরিষ্ঠ রায়ে জানায়, মহিলাদের মন্দিরে ঢুকতে না দেওয়া লিঙ্গ বৈষম্য, তা হিন্দু মেয়েদের অধিকার ভঙ্গ করে।