দলিত নির্যাতন রোধ আইনের কঠোর ধারা ফেরাতে অর্ডিন্যান্স চাই, অমিত শাহের কাছে দরবার পাসোয়ানের, বিহারের বিশেষ মর্যাদার দাবি
Web Desk, ABP Ananda
Updated at:
03 Jun 2018 04:06 PM (IST)
নয়াদিল্লি: বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করে দলিতদের ওপর নির্যাতন বিরোধী তফসিলি জাতি ও উপজাতি (নির্যাতন রোধ) আইনের মৌলিক ধারাগুলি ফিরিয়ে আনতে অর্ডিন্যান্স আনার সওয়াল করলেন লোকজনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসোয়ান। সম্প্রতি এক নির্দেশে সুপ্রিম কোর্ট নতুন কিছু গাইডলাইন দিয়েছে, যার বিরোধিতা করে প্রায় সব রাজনৈতিক দলেরই দাবি, এতে ওই আইন লঘু করে দেওয়া হয়েছে, ফলে দলিতদের ওপর অত্যাচার, হিংসা বেড়ে যাবে। সু্প্রিম কোর্টের নির্দেশের রিভিউ চেয়ে সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেছে ইতিমধ্যেই।
পাসোয়ান সাংবাদিকদের জানান, তিনি অমিত শাহকে বলেছেন, সর্বোচ্চ আদালতের আদেশের পাল্টা অর্ডিন্যান্স এনে আইনের মূল ধারাগুলি ফিরিয়ে আনুক সরকার।
ছেলে চিরাগকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন তিনি। চিরাগও সাংসদ। বিহারের নেতা পাসোয়ান কেন্দ্রে মন্ত্রী, বিজেপির গুরুত্বপূর্ণ সঙ্গী। নানা ইস্যুতেই অমিত শাহের সঙ্গে কথা হয় তাঁদের। তবে বিশেষ গুরুত্ব পেয়েছে বিহার। ২০১৯ এর লোকসভা ভোটের আগে বিজেপি-এনডিএর কাছে বিহারের প্রবল গুরুত্ব রয়েছে।
বিহারকে বিশেষ ক্যাটাগরির মর্যাদা দেওয়ার দাবিও করেন তিনি। এটি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দীর্ঘদিনের দাবি। পাসোয়ানও বলেন, বিহার সবচেয়ে গরিব রাজ্যগুলির অন্যতম। অনেক রাজ্যই এই দাবি করছে। বিহারের তা পাওয়া উচিত।
পাশাপাশি কেন্দ্রীয় সরকারি পদে তফসিলি জাতি, উপজাতিদের পদোন্নতির সামনে বাধা হয়ে ওঠা বিধিগুলি দূর করতে সরকারের সুপ্রিম কোর্টে যাওয়া উচিত বলেও অভিমত জানান পাসোয়ান। বলেন, দরকার হলে সরকারকে এ ব্যাপারে অর্ডিন্যান্স আনতে হবে। বিজেপি সভাপতি দলিত ইস্যুতে তাঁর সঙ্গে সহমত পোষণ করে ইতিবাচক পদক্ষেপের ব্যাপারে তাঁকে আশ্বস্ত করেছেন বলে দাবি করেন পাসোয়ান।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -