সাহারানপুর (উত্তরপ্রদেশ): আগামী পাঁচ বছরের মধ্যে বহুজাতিক সংস্থাগুলিকে (এমএনসি) ভারতের পণ্য বাজার থেকে বের করে দেবে পতঞ্জলি আয়ুর্বেদ। এমনই দাবি করলেন যোগগুরু রামদেব।
বহুজাতিক সংস্থাগুলিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তুলনা করে রামদেব জানান, ওরা (এমএনসি) এদেশে শুধু লুঠতরাজ চালাতেই এসেছে। বলেন, এমএনসিগুলি দেশের উন্নয়নে কাজ করে না। তাঁদের একমাত্র লক্ষ্য হল এদেশে লুঠ করা।
তিনি যোগ করেন, তাঁর লক্ষ্য হল ভারতকে বহুজাতিক সংস্থার তৈরি পণ্য থেকে মুক্ত করা। রামদেবের দাবি, আগামী পাঁচ বছরে এই সকল বিদেশি সংস্থাকে ভারতীয় বাজার থেকে হঠিয়ে দেওয়া হবে।
তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে কৃষি-উৎপাদন বৃদ্ধি করতে কৃষকদের উন্নত প্রযুক্তি ওতার ব্যবহার সম্পর্কে জ্ঞান বিতরণ করবে তাঁর প্রতিষ্ঠিত সংস্থা পতঞ্জলি আয়ুর্বেদ।