নয়াদিল্লি: সোমবার সুদের হার কমানোর সবুজ সঙ্কেত দিতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। এমনই ইঙ্গিত মিলেছে।
নোট বাতিলের পর প্রথম আর্থিক নীতি পুনর্বিবেচনা করতে চলেছে শীর্ষ ব্যাঙ্ক। নোট বাতিলের ফলে, ব্যাঙ্কের কাছে বিপুল পরিমাণ অর্থ মজুত হয়েছে। ফলে, অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, হয়ত এর ফলে সুদের হার কমলেও কমতে পারে।
গত অক্টোবরে প্রথমবার গভর্নর হিসেবে এই সিদ্ধান্ত নেওয়ার সময়ে ব্যাঙ্কের রেপো রেট (যে হারে রিজার্ভ ব্যাঙ্কের কাছে ঋণ নেয় অন্যান্য ব্যাঙ্ক) ০.২৫ শতাংশ বা ২৫ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নিয়েছিলেন উর্জিত পটেল।
কনারা ব্যাঙ্কের সিইও রাকেশ শর্মার আশা, মুদ্রাস্ফীতি কমে যাওয়ায় আরবিআই সুদের হার কমাতে পারে আরবিআই। প্রসঙ্গত, ২০১৫ সালের জানুয়ারি থেকে রেপো রেট মোট ১.৭৫ শতাংশ কমিয়েছে আরবিআই।