গুজরাতে মোদীর জনসভায় বিক্ষোভ পটেলদের
Web Desk, ABP Ananda | 30 Aug 2016 12:56 PM (IST)
সানোসারা (গুজরাত): নিজের রাজ্যেই বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! এদিন একটি সেচ প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে জনসভায় বক্তব্য রাখছিলেন মোদী। সেই সময় হার্দিক পটেলের নেতৃত্বাধীন পতিদার অনামত আন্দোলন সমিতি (পিএএস)-এর কয়েকজন সদস্য বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা স্লোগান দেন, ‘জয় সর্দার, জয় পতিদার’। প্রায় সঙ্গে সঙ্গেই তাঁদের আটক করে পুলিশ। জেলার পুলিশ সুপার প্রদীপ সেজুল বলেন, সভাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। তার আগে রাজকোট ও জামনগর থেকে আরও ২৫ জনকে পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, এদিন বিক্ষোভ-স্লোগানে নেতৃত্ব দেন সংগঠনের সদস্য মিলন পটেল। তাঁকে অনুসরণ করেন বাকিরা। যদিও, স্লোগানের মধ্যেই মোদী নিজের বক্তব্য পেশ করেন।