নয়াদিল্লি: পঠানকোটকাণ্ডে গুরুত্বপূর্ণ অগ্রগতি। হামলার অন্যতম চক্রী তথা পাক-মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল। একইসঙ্গে নোটিস জারি করা হয়েছে তার ভাই আব্দুল রউফের বিরুদ্ধেও।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ সূত্রে খবর, সন্দেহভাজন জয়েশ জঙ্গি শাহিদ লতিফই হল পঠানকোট হামলার মূল হ্যান্ডলার। বর্তমানে সে পাকিস্তানে বহাল তবিয়তে রয়েছে বলে জানিয়েছে এনআইএ।
লতিফকে প্রথমবার ১৯৯৪ সালে গ্রেফতার করা হয়েছিল। ১৯৯৫ সালে সে দোষী সাব্যস্ত হয়। ২০১০ সালে তার সাজার মেয়াদ শেষ হয়। এরপরই আট্টারি সীমান্ত দিয়ে সে পাকিস্তানে চলে যায় বলে খবর।
সূত্রের খবর, পঠানকোট হামলায় মাসুদ ও তার ভাই আব্দুলকে প্রধান চক্রী হিসেবে উল্লেখ করেছে ইন্টারপোল। এই দুজনের পাশাপাশি লতিফের বিরুদ্ধেও রেড কর্নার নোটিস জারি করা হয়েছে।
প্রসঙ্গত, মাসুদকে জঙ্গি হিসেবে ঘোষণা করার জন্য দীর্ঘদিন ধরেই রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে দাবি তুলে আসছে ভারত। কিন্তু, সেখানে পরিষদের স্থায়ী সদস্য চিনের আপত্তিতে ভারতের সেই চেষ্টা সাময়িক ধাক্কা খায়।
চিনের দাবি ছিল, ভারতের পেশ করা তথ্য মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণা করার জন্য যথেষ্ট ছিল না। এরপরই বেজিংয়ের সামনে নিজেদের অসন্তোষের কথা সাফ জানিয়ে দেয় নয়াদিল্লি।
গতমাসের ১৮ তারিফ মস্কোতে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ওয়াইয়ের সঙ্গে বৈঠকে নিজেদের অবস্থান স্পষ্ট করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
তারপর, মাসুদের বিরুদ্ধে ইন্টারপোলের এই পদক্ষেপ বেজিংয়ের ‘পরাজয়’ বলেই মনে করছে কূটনৈতিক মহল।
এর আগে, বিশেষ আদালত থেকে এই তিন সহ চার জয়েশ জঙ্গির বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা থেকে আদায় করেছে এনআইএ।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
পঠানকোট হামলা: মাসুদ আজহার ও তার ভাইয়ের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি ইন্টারপোলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 May 2016 01:46 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -