নয়াদিল্লি: পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনা সম্পর্কে তদন্তের জন্য ভারতে এসেছিল পাকিস্তানের যৌথ তদন্তকারী দল (জেআইটি)। এই দলের রিপোর্টে যে মন্তব্য করা হয়েছে তা ভারতের কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মতোই। তাদের রিপোর্ট ফাঁস হয়ে গিয়েছে। পাক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, পাঠানকোট হামলাকে ভারতের সাজানো ‘নাটক’ বলে মন্তব্য করেছে জেআইটি। এই ঘটনা নিয়ে কেন্দ্রকে নিশানা করেছে বিরোধী দলগুলি।
জেআইটি-র রিপোর্টে দাবি করা হয়েছে, পুরো হামলার ঘটনাটিই নাটক। পাকিস্তানের বদনাম করার জন্য এই নাটক করেছিল ভারত।
পাক দলের রিপোর্টে আরও বলা হয়েছে, এমন কোনও তথ্য পাওয়া যায়নি, যাতে প্রমাণিত হয় যে পাকিস্তান থেকে এসে জঙ্গিরা পাঠানকোটে হামলা চালিয়েছিল। এছাড়াও আরও অভিযোগ করা হয়েছে যে, ভারতীয় আধিকারিকরা পাক দলের সঙ্গে সহযোগিতা করেননি। কয়েকদিনের মধ্যেই ওই রিপোর্ট পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কাছে জমা দেওয়া হবে।
পাক দলের এই রিপোর্ট নিয়ে কেন্দ্রকে তোপ দেগেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তিনি টুইটারে লিখেছেন, বিজেপি ও আরএসএস মুখে ভারত মাতা কি জয় বলে, আর আইএসআই-কে ডেকে ভারত মাতার পিঠে ছুরি বসানোর সুযোগ করে দেয়। আম আদমি পার্টি (আপ) নেতা আরও বলেছেন, মোদী আইএসআই-কে ডেকে ভারতকে বড়সড় ধোঁকা দিয়েছেন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
পাঠানকোটে জঙ্গি হামলা ভারতের ‘নাটক’, দাবি পাক তদন্ত দলের রিপোর্টে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Apr 2016 03:59 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -